
ছবি: সংগৃহীত
রমজান মাস শুরু হতেই বাজারে নিত্যপ্রয়োজনীয় অনেক পণ্যের দাম ঊর্ধ্বমুখী, তবে সবচেয়ে নজরকাড়া পরিবর্তন দেখা গেছে বেগুনের দামে। এক সপ্তাহের ব্যবধানে প্রায় তিনগুণ বেড়ে প্রতি কেজি বেগুন ১৫০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে।
ব্যবসায়ীদের দাবি, চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় বেগুনের দাম বেড়েছে। তবে ভোক্তাদের অভিযোগ, রমজানকে ঘিরে কৃত্রিম সংকট তৈরি করে ইচ্ছেমতো দাম বাড়ানো হচ্ছে। সাধারণত, ইফতারে বেগুন দিয়ে তৈরি ‘বেগুনি’ বাঙালির অন্যতম পছন্দের খাবার, যার ফলে এই মৌসুমে বেগুনের চাহিদা বেড়ে যায়।
বাজার ঘুরে দেখা গেছে, রোজার আগে প্রতি কেজি বেগুনের দাম ছিল ৪০ থেকে ৬০ টাকা। প্রথম রোজার দিনই তা দ্বিগুণ হয়ে ১০০ টাকায় পৌঁছায়, আর বর্তমানে তা ১৫০ টাকা পর্যন্ত গিয়েছে। ভোক্তারা বলছেন, এত উচ্চ দামে বেগুন কেনা কষ্টসাধ্য হয়ে পড়ছে।
একজন ক্রেতা ক্ষোভ প্রকাশ করে বলেন, "রোজার আগে যে বেগুন ছিল ৩০-৬০ টাকা, সেটি এখন ১৫০-১৬০ টাকা! এত দাম দিয়ে কীভাবে কিনব?"
সরকারি হিসাব অনুযায়ী, দেশে বছরে প্রায় ৩২ লাখ টন বেগুন উৎপাদিত হয়, এবং প্রতি কেজি উৎপাদন খরচ মাত্র ১১ টাকার সামান্য বেশি। ব্যবসায়ীরা বলছেন, এ বছর মোকাম থেকে বেগুনের সরবরাহ তুলনামূলক কম, যার ফলে বাজারে দাম বেড়েছে।
শুধু বেগুন নয়, অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামও ঊর্ধ্বমুখী। বাজারে প্রতি কেজি শসা ৬০ থেকে ১০০ টাকা এবং এক হালি লেবু ১২০ টাকায় বিক্রি হচ্ছে, যা সাধারণ ভোক্তাদের জন্য বড় চাপ সৃষ্টি করছে।
ভোক্তারা আশাবাদী, বাজার নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত কার্যকর ব্যবস্থা নেবে, যাতে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় পর্যায়ে থাকে।
ভিডিও দেখুন: https://youtu.be/jt_EJVcxxjo?si=Jzn2Rco0qBbGV03A
এম.কে.