ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৭ মার্চ ২০২৫, ২২ ফাল্গুন ১৪৩১

১৪ হাজার কোটি টাকার সন্দেহজনক লেনদেনে ইউপি চেয়ারম্যান ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

প্রকাশিত: ২১:২৭, ৬ মার্চ ২০২৫; আপডেট: ২১:৩০, ৬ মার্চ ২০২৫

১৪ হাজার কোটি টাকার সন্দেহজনক লেনদেনে ইউপি চেয়ারম্যান ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান লাক মিয়া ও তার স্ত্রী মাহমুদা বেগমের বিরুদ্ধে প্রায় সাড়ে চৌদ্দ হাজার কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে পৃথক দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বৃহস্পতিবার (৬ মার্চ) দুপুরে এক সংবাদ সম্মেলনে এমনটি জানিয়েছেন দুদকের মহাপরিচালক আক্তার হোসেন।

আক্তার হোসেন বলেন, "লাক মিয়ার ভাগ্য কীভাবে পাল্টে গেল, তা অনুসন্ধানে নেমেছে দুদক। অনুসন্ধান শুরু হয়েছে তার স্ত্রীর বিরুদ্ধেও।"

এছাড়াও সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সী ও তার স্ত্রীরও প্রায় ১০ কোটি টাকার অবৈধ সম্পদের তথ্য পেয়েছে দুদক। এরই মধ্যে তাদের বিরুদ্ধেও দুদক মামলা করেছে।

সংবাদ সম্মেলনে সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সী ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা প্রসঙ্গে দুদক মহাপরিচালক আক্তার হোসেন বলেন, "১০ কোটি ৯০ লক্ষ টাকারও বেশি মূল্যের সম্পদের মালিকানা অর্জন ও দখলে রাখা এবং ১১টি ব্যাংক হিসাবে ৩২ কোটি ১৮ লক্ষ টাকারও বেশি অস্বাভাবিক লেনদেন এবং অসদুপায়ে অর্জিত সম্পদ জ্ঞাতসারে হস্তান্তর, স্থানান্তর ও রূপান্তর অপরাধ অনুসন্ধানকালে প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে। এ কারণে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪, দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইনের সংশ্লিষ্ট ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে।"

 

সূত্র: https://tinyurl.com/47asa4t7

রাকিব

×