ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৬ মার্চ ২০২৫, ২২ ফাল্গুন ১৪৩১

ছাত্র-জনতার নাম দিয়ে অনেক অপরাধী লুটপাট করছে: আইজিপি

প্রকাশিত: ২০:২৭, ৬ মার্চ ২০২৫

ছাত্র-জনতার নাম দিয়ে অনেক অপরাধী লুটপাট করছে: আইজিপি

ছবি: সংগৃহীত।

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম জানিয়েছেন, সাম্প্রতিক বিভিন্ন ঘটনায় দেখা গেছে, অপরাধীরা ছাত্র-জনতার নাম ব্যবহার করে লুটপাটসহ নানা অপরাধ করছে। পুলিশ দ্রুত ব্যবস্থা নিচ্ছে এবং অপরাধীদের গ্রেপ্তারে তৎপর রয়েছে।

বৃহস্পতিবার (৬ মার্চ) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, "আমরা যতটা সম্ভব এসব ঘটনা দমন করার চেষ্টা করছি। পুলিশ খবর পেলেই ঘটনাস্থলে পৌঁছে অপরাধীদের নিবৃত্ত করার চেষ্টা করছে। গুলশানের সাম্প্রতিক ঘটনায়ও দেখা গেছে, অনেক অপরাধী ছাত্র-জনতার নাম ব্যবহার করছে। তাদের মধ্যে কয়েকজনকে আমরা গ্রেপ্তার করেছি এবং বাকিদের ধরতে তদন্ত অব্যাহত রয়েছে।"

আইজিপি আরও বলেন, "যদি আমরা যথাযথ ব্যবস্থা নিতে পারি এবং অপরাধীদের বিচারের আওতায় আনতে পারি, তবে এটি অন্যদের মধ্যে আইন মেনে চলার প্রবণতা বাড়াবে এবং বেআইনি কার্যকলাপ থেকে বিরত রাখবে।"

রাজনৈতিক নেতাকর্মীদের সংশ্লিষ্টতা নিয়ে এক প্রশ্নের জবাবে বাহারুল আলম বলেন, "এ বিষয়ে কিছু তথ্য পাওয়া গেছে, তবে এখনো কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। অতীতেও এমন কিছু ঘটনার পর আমরা অপরাধীদের সঠিকভাবে শনাক্ত করতে পারিনি।"

তিনি আরও বলেন, "বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যদের নাম বিভিন্ন সময়ে উঠে এসেছে। তবে আরও তদন্ত না করা পর্যন্ত নিশ্চিতভাবে বলা যাবে না এর পেছনে কোনো রাজনৈতিক সংযোগ আছে কি না। রাজনৈতিক সম্পৃক্ততা থাকলেই যে এটি দলীয় সিদ্ধান্তে ঘটছে, এমন নয়। অনেক সময় ব্যক্তি স্বার্থে কেউ অপরাধ করে এবং পরে দলের নাম ব্যবহার করে। সমাজ এভাবে চলতে পারে না।"

সূত্র: https://www.facebook.com/watch/?v=1372494563889623&rdid=qMiAmUSTS3F5U8HX

সায়মা ইসলাম

×