
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, সারাদেশে মব জাস্টিস রোধে সরকার দ্রুত পদক্ষেপ নিচ্ছে। বৃহস্পতিবার (৬ মার্চ) বিকেলে রাজধানীর তোপখানা রোডে ট্যুরিস্ট পুলিশ সদর দপ্তর পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
এ সময় তিনি মব নিয়ন্ত্রণের গুরুত্ব তুলে ধরে বলেন, জনসচেতনতা বাড়ানো ছাড়া এই সমস্যা পুরোপুরি নিরসন সম্ভব নয়। আইনশৃঙ্খলা বাহিনী সব সময় এককভাবে পরিস্থিতি সামাল দিতে পারবে না, তাই জনগণের সচেতনতা অত্যন্ত জরুরি।
সাম্প্রতিক গণপিটুনি, বিদেশি নাগরিকদের ওপর হামলা এবং বাসায় প্রবেশের মতো ঘটনাগুলোর প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “আমি অস্বীকার করছি না যে এ ধরনের ঘটনা ঘটছে। তবে যেখানেই এমন কিছু ঘটছে, আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নিচ্ছি এবং দায়ীদের আইনের আওতায় আনছি।”
তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও এ ধরনের হামলার শিকার হচ্ছেন, যা পরিস্থিতির ভয়াবহতা ও জনসচেতনতার প্রয়োজনীয়তা আরও স্পষ্ট করে। এ বিষয়ে অভিভাবকদেরও দায়িত্বশীল ভূমিকা নেওয়ার আহ্বান জানান তিনি।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, "যেসব ছেলে-মেয়ে খারাপ হয়ে যায়, তাদের সংশোধনে অভিভাবকদের সচেতন হতে হবে। বাবা-মা যদি সন্তানদের নিয়ন্ত্রণে রাখেন, তবে তারা ভবিষ্যতে এ ধরনের অপরাধে জড়াবে না। পাশাপাশি গণমাধ্যমেরও মব প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।”
বাসা-বাড়িতে হামলার অভিযোগ প্রসঙ্গে তিনি স্পষ্ট করে বলেন, “আইনশৃঙ্খলা বাহিনী ছাড়া অন্য কেউ কোথাও কোনো অভিযান চালাতে পারবে না। এটি একমাত্র আইনশৃঙ্খলা বাহিনীর এখতিয়ারভুক্ত।”
দেশে অপরাধের রেড জোন চিহ্নিত করা হয়েছে জানিয়ে তিনি বলেন, “আমি দেখেছি, ঢাকা-রাজশাহী ও টাঙ্গাইল জোনে এসব ঘটনা বেশি ঘটছে। সংশ্লিষ্ট জেলার আইনশৃঙ্খলা বাহিনীকে আরও তৎপর হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে, এবং তারা সক্রিয়ভাবেই কাজ করছে।”
সায়মা ইসলাম