
ছবি: সংগৃহীত
মাদারীপুরের কালকিনিতে গাছের নিচে চাপা পড়ে মোসাঃ সেলিনা বেগম (৫২) নামে এক গৃহবধুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার রমজানপুর ইউনিয়নের উত্তর রমজানপুর গ্রামে এই ঘটনা ঘটে। নিহত সেলিনা বেগম একই ইউনিয়নের উত্তর চর আইর কান্দি গ্রামের দেলোয়ার হাওলাদারের স্ত্রী। তবে গাছ কাটার শ্রমিকদের অবহেলার কারনে ওই গৃহবধুর মৃত্যু হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, উপজেলার রমজানপুর ইউনিয়নের উত্তর রমজানপুর গ্রামের আফজাল হাওলাদারের দোকানের কাছে পাকা সড়কের পাশের একটি বাগান থেকে কিছু শ্রমিক নিয়ে গাছ কাটা শুরু করেন ব্যবসায়ী কালু শিকদার। এদিকে ওই সড়ক দিয়ে ব্যাটারি চালিত ভ্যানযোগে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন গৃহবধু সেলিনা বেগম। এসময় কাটা গাছ নিহত ওই গৃহবধুর মাথার ওপরে পরে গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন রক্তাক্ত অবস্থায় সেলিনা বেগমকে উদ্ধার করে বরিশালের আশোকাঠী হাসপাতালে নিয়ে গেলে কত্যব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
প্রত্যক্ষদর্শী আলতাফ ও সবুর বলেন, গাছ কাটার শ্রমিকদের অবহেলায় ওই গৃহবধুর মৃত্যু হয়েছে। কারণ তারা সড়কের ওপরে গাছ কাটলেও কোন প্রকার সতর্ক ছিলেন না।
গাছ ব্যবসায়ী কালু শিকদার বলেন, "আমি ফজলে চৌকিদারের কাছ থেকে ক্রয় করা গাছ কাটতে ছিলাম। এসময় ওই গৃহবধুর মাথার উপরে গাছ পড়ে যায়।"
এ ব্যাপারে কালকিনি থানার এসআই মোঃ হাসান আলী বলেন, গাছ পড়ে গৃহবধুর মৃত্যুর খবর পেয়ে আমি ঘটনাস্থলে উপস্থিত হয়েছি। তবে নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেয়া হবে।"
আবীর