
ছবি: সংগৃহীত
কুমিল্লার দাউদকান্দিতে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নিহত রিফাত হত্যাকাণ্ড মামলার আসামী জসিম উদ্দিনকে গ্রেফতার করেছে দাউদকান্দি মডেল থানা পুলিশ। গ্রেফতারকৃত জসিম উদ্দিন (৪৮) একই উপজেলার গোয়ালমারী ইউনিয়নের হাউসদি গ্রামের বাসিন্দা।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জুনায়েত চৌধুরী।
পুলিশ জানায়, আজ বৃহস্পতিবার (০৬ মার্চ) বিকাল সাড়ে ৪ টায় গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে দাউকান্দি মডেল থানার এসআই আরিফ পুলিশ ফোর্স নিয়ে অভিযান চালিয়ে গোয়ালমারী বাজার থেকে তাকে আটক করে।
দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জুনায়েত চৌধুরী বলেন, "বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নিহত রিফাত হত্যাকান্ডের আসামী জসিম উদ্দিনকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। পুলিশ পরবর্তী ব্যবস্থা গ্রহণ করছে।"
শামীম/রাকিব