ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৬ মার্চ ২০২৫, ২২ ফাল্গুন ১৪৩১

স্বাধীনতা পুরষ্কার ২০২৫ পাচ্ছেন ৮ বিশিষ্ট ব্যক্তি

প্রকাশিত: ১৯:০৫, ৬ মার্চ ২০২৫

স্বাধীনতা পুরষ্কার ২০২৫ পাচ্ছেন ৮ বিশিষ্ট ব্যক্তি

ছবিঃ সংগৃহীত

২০২৫ সালের স্বাধীনতা পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছেন ৮ জন বিশিষ্ট ব্যক্তি, যারা দেশের জাতীয় ও সামাজিক অগ্রগতিতে অসামান্য অবদান রেখেছেন।

মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি এম এ জি ওসমানী, বিজ্ঞানী অধ্যাপক জামাল নজরুল ইসলাম, ব্র্যাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদ, লেখক ও বুদ্ধিজীবী বদরুদ্দীন উমর, কবি আল মাহমুদ, কেন্দ্রীয় শহীদ মিনারের নকশাকার নভেরা আহমেদ, পপসম্রাট আজম খান, এবং বুয়েটের শিক্ষার্থী আবরার ফাহাদ এই বছরের স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন।

বিশেষত আবরার ফাহাদকে দেওয়া হচ্ছে স্বাধীনতা পুরস্কার, যিনি ২০১৯ সালে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা-কর্মীদের হাতে নির্মম নির্যাতনের শিকার হয়ে জীবন হারান। তার মৃত্যু বাংলাদেশের শিক্ষাপ্রতিষ্ঠানে সন্ত্রাসের বিরুদ্ধে সংগ্রামের অনুপ্রেরণা হয়ে দাঁড়িয়েছে।

স্বাধীনতা পুরস্কার হলো দেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা, যা বিজয়ীদের দেওয়া হয় তাদের অসামান্য অবদান ও দেশপ্রেমের স্বীকৃতি হিসেবে। পুরস্কারের আওতায় প্রতিটি পুরস্কৃত ব্যক্তি পাবেন ৫০ গ্রাম ১৮ ক্যারেট স্বর্ণের পদক, সম্মানী অর্থের চেক এবং একটি সম্মাননাপত্র।

কানন

×