
ছবি: সংগৃহীত
বৃহস্পতিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন জায়গায় এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট আফরিন জাহানের নেতৃত্বে দালাল ও প্রতারক চক্রের বিরুদ্ধে অভিযান চালানো হয়।
এসময় দালাল চক্রের ৪৮ সদস্যকে আটক করে যৌথবাহিনী। তাদেরকে বিভিন্ন মেয়াদে জেল ও জরিমানা করা হয়।
দালাল ও প্রতারক চক্রের দৌরাত্ম্য বন্ধে হাসপাতালগুলোতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান অভিযান পরিচালনাকারী আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
আবীর