ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৬ মার্চ ২০২৫, ২২ ফাল্গুন ১৪৩১

ড. এনায়েতুল্লাহ আব্বাসী

বাংলাদেশ একটি ভয়ংকর বিপদের দিকে যাচ্ছে

প্রকাশিত: ১৮:৪৮, ৬ মার্চ ২০২৫; আপডেট: ১৮:৫৫, ৬ মার্চ ২০২৫

বাংলাদেশ একটি ভয়ংকর বিপদের দিকে যাচ্ছে

ছবিঃ সংগৃহীত।

বাংলাদেশের আলোচিত ইসলামিক স্কলার ড. এনায়েতুল্লাহ আব্বাসী একটি বক্তব্যে বলেছেন, বাংলাদেশ ভয়ংকর একটা বিপদের দিকে যাচ্ছে। আপনারা টের পেয়েছেন দেরিতে আমি আগেই টের পেয়েছি। একদল আছে নির্বাচনের অপেক্ষায়। কিন্তু আদৌ নির্বাচন হবে কিনা সেটা দেখেন। আমার মনে হয় না সহসাই নির্বাচন হবে। যুক্তরাষ্ট্রের সকল এজেন্ডা বাস্তবায়ন হওয়ার আগে বাংলাদেশের নির্বাচন হবে না। আর ভাগ্য খারাপ হয়ে নির্বাচন আগামী ১০ বছরের হবে না। এখন সামরিক আইন জারি হবে এবং শেষে হবে সিভিল ওয়্যার।

এখান থেকে বাঁচার একটাই উপায় আছে সকল আলেম-ওলামা, পীর মাশায়েখ লেখককে একই প্লাটফর্ম আসতে হবে। যে পীরসাহেব রাজনীতি করেন তাকেও আসতে হবে, যে পীরসাহেব রাজনীতি করেনা তাকেও আসতে হবে। যে আলেম রাজনীতি করেন তাকেও আসতে হবে যে আলেম রাজনীতি করেন না তাকেও আসতে হবে।

সূত্র: https://www.youtube.com/watch?v=CRDmD_TtzGQ

মুহাম্মদ ওমর ফারুক

×