
ছবি: সংগৃহীত
উপজেলায় ‘রসের মিষ্টি’ নামক একটি দোকানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে নান্দাইল চৌরাস্তা এলাকায় অবস্থিত এই দোকানে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে সহকারী কমিশনার (ভূমি) ফয়জুর রহমান এই আদালত পরিচালনা করেন।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়জুর রহমান বলেন, রসের মিষ্টির দোকানে বিএসটিআই অনুমোদন বিহীন, মেয়াদোত্তীর্ণ এবং আমদানিকারক এর সীল-লোগো বিহীন দেশি-বিদেশি কসমেটিকস সামগ্রী বিক্রি করা হচ্ছে এমন খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় অনুমোদন বিহীন, মেয়াদোত্তীর্ণ ও আমদানিকারক এর লোগো বিহীন পণ্য থাকায় দোকান মালিককে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। সেই সাথে জব্দকৃত পণ্য জনসম্মুখে নষ্ট করা হয়েছে।
সেখানে উপস্থিত উপজেলা নির্বাহী অফিসার সারমিনা সাত্তার বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুসারে প্রতিষ্ঠানটিকে এই জরিমানা করা হয়। পবিত্র রমজান মাস উপলক্ষে আমাদের এমন অভিযান পরিচালনা কার্যক্রম অব্যাহত থাকবে।
আবীর