ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৬ মার্চ ২০২৫, ২২ ফাল্গুন ১৪৩১

জেবিএবি এর যুগ্ম আহ্বায়ক হলেন মুকসুদপুরের ওহিদুল 

শরিফুল রোমান, মুকসুদপুর

প্রকাশিত: ১৭:৩০, ৬ মার্চ ২০২৫

জেবিএবি এর যুগ্ম আহ্বায়ক হলেন মুকসুদপুরের ওহিদুল 

ছ‌বি: সংগৃহীত

বাংলাদেশের বেসরকারি ব্যাংক খাতের ব্যাংকার সমন্বয়ে জাতীয়তাবাদী ব্যাংকার্স এসোসিয়েশন বাংলাদেশ (জেবিএবি) এর যুগ্ম আহ্বায়ক হলেন মুকসুদপুরের মোঃ ওহিদুল ইসলাম। 
 
সিটি ব্যাংক লিমিটেডের ভাইস প্রেসিডেন্ট মোঃ সাইফুল ইসলাম মাসুমকে আহ্বায়ক ও এসবিএসি ব্যাংকের এক্সিকিউটিভ অফিসার মোঃ ওমর ফারুককে সদস্য সচিব এবং সিটি ব্যাংকের অ্যাসোসিয়েট ম্যানেজার মোঃ ওহিদুল ইসলামকে যুগ্ম আহ্বায়ক করে জাতীয়তাবাদী ব্যাংকার্স এসোসিয়েশন বাংলাদেশ (জেবিএবি) এর ৭১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে। 

সিটি ব্যাংকের অ্যাসোসিয়েট ম্যানেজার ও মুকসুদপুর উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক মোঃ ওহিদুল ইসলাম জাতীয়তাবাদী ব্যাংকার্স এসোসিয়েশন বাংলাদেশ (জেবিএবি) এর যুগ্ম আহ্বায়ক নির্বাচিত হওয়ায় মুকসুদপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুস ছালাম খান, সাধারণ সম্পাদক মোঃ তারেকুল ইসলাম রাজু, মুকসুদপুর পৌর বিএনপির সভাপতি আবুল বাশার টুলটু বিশ্বাস, সাধারণ সম্পাদক মোঃ মশিউর রহমান মিন্টু, প্রচার সম্পাদক শরিফুল রোমান, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মোঃ আসাদ শিকদার, সদস্য সচিব মোঃ মাহফুজ হাসান, পৌর যুবদলের আহ্বায়ক মোঃ সাইফুজ্জামান লিটন, সদস্য সচিব আবদুল কাইয়ুম শরীফ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মেহেদী হাসান বিপ্লব, সদস্য সচিব আব্দুল কাইয়ুম শরীফ, উপজেলা ছাত্রদলের সভাপতি মোঃ হাবিবুর রহমান রইন, সাধারণ সম্পাদক মোঃ জুবায়ের মাতুব্বর, পৌর ছাত্রদলের সভাপতি মোঃ আশিক মুন্সি, সাধারণ সম্পাদক মোঃ শাকিল শরীফ, সরকারি মুকসুদপুর কলেজ ছাত্রদলের সভাপতি মোঃ মেহেদী মুন্সি, সাধারণ সম্পাদক মোঃ মহাসিন মোল্লা, সিনিয়র যুগ্ম সম্পাদক মোঃ সাকিবুর রহমান দীপু অভিনন্দন জানিয়েছেন। 

জাতীয়তাবাদী ব্যাংকার্স এসোসিয়েশন বাংলাদেশ (জেবিএবি) এর যুগ্ম আহ্বায়ক মোঃ ওহিদুল ইসলাম বলেন, আর্থিক খাতের অনিয়ম, অর্থ পাচার, দুর্নীতি প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষে সাধারণ মানুষ ও ব্যাংকিং খাতের একটি সেতু বন্ধন হিসেবে কাজ করবে জেবিএবি।

আবীর

×