
ছবিঃ সংগৃহীত
নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিযবুত তাহরীরসহ যেকোনো সংগঠনের সভা-সমাবেশ বা প্রচারণামূলক কার্যক্রম পরিচালনা করা হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
ডিএমপির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, হিযবুত তাহরীরকে ২০০৯ সালে নিষিদ্ধ ঘোষণা করা হয়, এবং সন্ত্রাসবিরোধী আইন অনুযায়ী তাদের যেকোনো কার্যক্রম ফৌজদারি অপরাধ।
ডিএমপি আরও জানায়, নিষিদ্ধ সংগঠনগুলোর প্রচারণা, মিছিল, লিফলেট বিতরণ কিংবা অনলাইন কার্যক্রমকেও অপরাধ হিসেবে গণ্য করা হবে। এসব সংগঠনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে পুলিশ প্রস্তুত রয়েছে।
আইনশৃঙ্খলা রক্ষায় জনসাধারণের সহযোগিতা প্রয়োজন উল্লেখ করে ডিএমপি বলেছে, কেউ যদি নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম সম্পর্কে কোনো তথ্য পান, তাহলে তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর অনুরোধ করা হয়েছে।
ডিএমপির মিডিয়া ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মোহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ সতর্কবার্তা দেওয়া হয়।
কানন