
ছবিঃ সংগৃহীত।
কারওয়ান বাজারের এক ব্যবসায়ী বলেন, "সকাল থেকে মাত্র এক হালি লেবু বিক্রি করেছি। আমরা পাইকারি কিনেছি ৪০ টাকা করে হালি। অথচ এখন কাস্টমাররা আমাদেরকে ৩০ টাকা বলে চলে যাচ্ছে। কেউ লেবু কিনছে না, এখন আমরা কিভাবে লসে বিক্রি করব?" তিনি আরো বলেন, "সকালে ২০০ পিস লেবু কিনে এখানে বসেছি, এখন পর্যন্ত মাত্র এক হালি লেবু বিক্রি করেছি।"
এই পরিস্থিতি ব্যবসায়ীদের জন্য বিপদজনক হয়ে দাঁড়িয়েছে, কারণ তারা পাইকারি দামে লেবু কিনে এনে বিক্রি করতে গিয়ে বড় ধরনের ক্ষতির সম্মুখীন হচ্ছেন। লেবুর দাম বেড়ে যাওয়ার ফলে ক্রেতাদের মধ্যে অস্থিরতা তৈরি হয়েছে, আর ফলে বিক্রি কমে গেছে। ব্যবসায়ীরা এমন পরিস্থিতিতে আশঙ্কিত, কারণ যদি ক্রেতারা এভাবে লেবু বয়কট করতে থাকে, তবে তাদের জন্য আর্থিক ক্ষতি আরো বাড়বে।
এদিকে, বাজারের অন্যান্য ব্যবসায়ীও একই ধরনের সমস্যার মুখোমুখি হচ্ছেন। লেবুর মূল্য বৃদ্ধির কারণে তাদেরও বিক্রি কমেছে।
সূত্র: https://www.youtube.com/watch?v=F-tC73dbu2M
মুহাম্মদ ওমর ফারুক