ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৬ মার্চ ২০২৫, ২২ ফাল্গুন ১৪৩১

ধামরাই উপজেলা আ’লীগের সভাপতি ও সাবেক এমপি এম এ মালেক গ্রেপ্তার

নিজস্ব সংবাদদাতা,ধামরাই,ঢাকা

প্রকাশিত: ১১:০৭, ৬ মার্চ ২০২৫; আপডেট: ১১:১০, ৬ মার্চ ২০২৫

ধামরাই উপজেলা আ’লীগের সভাপতি ও সাবেক এমপি এম এ মালেক গ্রেপ্তার

ধামরাই উপজেলা আ’লীগের সভাপতি আলহাজ্ব এম এ মালেক।

ঢাকা-২০ আসনের সাবেক সংসদ সদস্য ও ধামরাই উপজেলা আ'লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এম এ মালেককে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে আশুলিয়া থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতা হত্যার চারটি মামলা রয়েছে।

বৃহস্পতিবার (০৬ মার্চ) গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহীনুর কবীর। এর আগে বুধবার সন্ধ্যায় রাজধানীর মিরপুর থেকে আশুলিয়া থানা পুলিশ সাবেক এমপি এমএ মালেক কে গ্রেপ্তার করে।

ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহীনুর কবীর বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর মিরপুরে অভিযান চালিয়ে আশুলিয়া থানা পুলিশ এম এ মালেককে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আশুলিয়া থানায় ছাত্র-জনতা হত্যার চারটি মামলা রয়েছে। 

আজ বৃহস্পতিবার তাকে আদালতে পাঠানো হবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

মুমু

×