
ছবি:সংগৃহীত
কেরু অ্যান্ড কোম্পানি এক যুগ ধরে লাইসেন্স ছাড়াই মদ উৎপাদন করছে। যদিও তাদের মূল ব্যবসা চিনি উৎপাদনে তেমন ভূমিকা রাখে না, তবে মদ উৎপাদন একটি লাভজনক খাত হয়ে উঠেছে।
তবে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ৩টি লাইসেন্সই তাদের নেই। শুধু তাই নয়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের দায়িত্বে অবহেলায় সরকারি প্রতিষ্ঠানটি গত ১১ বছরে রাজস্ব হারিয়েছে প্রায় দেড় কোটি টাকা।
গত ২ জানুয়ারি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের উর্ধতন কর্মকর্তারা কেরু অ্যান্ড কোম্পানির পরিদর্শন করে লাইসেন্স না থাকার বিষয়টি নিশ্চিত করেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, ২০২২ সালের ৮ নভেম্বর ৩টি লাইসেন্সের জন্য আবেদন করা হলেও এখনও অনুমোদন হয়নি।
তবে, অনুমোদন না হলেও ২০১৪-১৫ থেকে ২০১৯-২০ অর্থবছরে প্রতিবারই আবেদনপত্রের কাগজ দেখিয়ে নবায়ন দেখানো হয়েছে। এর ফলে, কেরু অ্যান্ড কোম্পানির বকেয়া রাজস্ব দাঁড়িয়েছে ৬৯ লাখ টাকা। লাইসেন্স না থাকার কারণে সরকার ইতিমধ্যে লাখ লাখ টাকা রাজস্ব হারিয়েছে।
আঁখি