ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৬ মার্চ ২০২৫, ২২ ফাল্গুন ১৪৩১

যুক্তরাষ্ট্র থেকে ফেরত আসছে বাংলাদেশিরা!

প্রকাশিত: ১০:২০, ৬ মার্চ ২০২৫

যুক্তরাষ্ট্র থেকে ফেরত আসছে বাংলাদেশিরা!

ছবি সংগৃহীত

যুক্তরাষ্ট্রে বসবাসরত অবৈধ বাংলাদেশিদের ফেরত পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে দেশটির প্রশাসন। এরই মধ্যে এ বিষয়ে আনুষ্ঠানিক বার্তা পাঠিয়েছে ওয়াশিংটন। বাংলাদেশ সরকারও নিজ নাগরিকদের ফেরত নিতে সম্মত হয়েছে।

বুধবার (৫ মার্চ) সচিবালয়ে অনুষ্ঠিত এক আন্তঃমন্ত্রণালয় বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, বাংলাদেশ সরকার নিশ্চিত করতে চায়, ফেরত পাঠানোর প্রক্রিয়াটি যেন সম্মানজনক হয়। বিশেষ করে, ভারতের মতো অবৈধ অভিবাসীদের হাত-পায়ে শিকল পরিয়ে ফেরত পাঠানোর যে ঘটনা ঘটেছে, সেটি যেন বাংলাদেশের ক্ষেত্রে না হয়। সে বিষয়ে যুক্তরাষ্ট্রকে অনুরোধ জানানো হয়েছে।

আশিক

×