ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৬ মার্চ ২০২৫, ২২ ফাল্গুন ১৪৩১

ভোটের রাজনীতিতে জাতীয় নাগরিক পার্টির যে ভবিষ্যৎ দেখছেন মান্না

প্রকাশিত: ০১:৩৬, ৬ মার্চ ২০২৫

ভোটের রাজনীতিতে জাতীয় নাগরিক পার্টির যে ভবিষ্যৎ দেখছেন মান্না

ছবি: সংগৃহীত

সদ্য গঠিত রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি অভ্যুত্থানকারী দল হিসেবে ব্যাপক জনপ্রিয়তা পেলেও রাজনৈতিক দল হিসেবে তাদের ভবিষ্যৎ এখনো অনিশ্চিত বলে মনে করেন নাগরিক ঐক্যের সভাপতি ও বিশ্লেষক মাহমুদুর রহমান মান্না।

সময় টিভিতে আলোচিত এক টকশোতে তিনি বলেন, "এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না জানপা রাজনৈতিক দল হিসেবে কতটা জনপ্রিয় হবে, কারণ তারা এখনো স্পষ্ট কোনো রাজনৈতিক বয়ান দাঁড় করাতে পারেনি।"

তিনি উল্লেখ করেন, দলটি সেকেন্ড রিপাবলিক ও গণপরিষদ নিয়ে যে বক্তব্য দিয়েছে, তা অনেকের কাছেই স্পষ্ট নয় এবং বিষয়টি বিতর্কের জন্ম দিয়েছে। "সব মিলিয়ে তারা এক জটিল পথের মধ্য দিয়ে যাত্রা শুরু করেছে, যেখানে বিতর্ক তাদের সঙ্গী হবে। তবে সামনে এগোতে হলে আরও কঠিন পথ পার হতে হবে," বলেন মান্না।  

তবে দলটির রাজনৈতিক ভবিষ্যৎ সম্পর্কে তিনি আশাবাদী। "তাদের মধ্যে প্রচুর বুদ্ধিদীপ্ততা রয়েছে। আমি মনে করি, তারা তাদের মেধা ও জীবনশক্তি দিয়ে এই লড়াই চালিয়ে যাবে," বলেন বিশ্লেষক মাহমুদুর রহমান মান্না। 

আসিফ

×