ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১০ এপ্রিল ২০২৫, ২৭ চৈত্র ১৪৩১

কমলাপুরে স্বর্ণসহ ছিনতাইকারী গ্রেফতার

অনলাইন রিপোর্টার

প্রকাশিত: ০১:১৮, ৬ মার্চ ২০২৫

কমলাপুরে স্বর্ণসহ ছিনতাইকারী গ্রেফতার

ছবি: সংগৃহীত

কমলাপুরে  রেলস্টেশনে স্বর্ণ ছিনতাই কালে রেলওয়ে পুলিশ ২ ছিনতাইকারী হাতেনাতে গ্রেফতার করে। তাদের কাছে অনুমানিক ৩৯৯ গ্রাম (৩৪ ভরি) স্বর্ণ ছিল।

 বুধবার (৫মার্চ) সকালে কমলাপুরে  রেলস্টেশনে এই ঘটনা ঘটে।

ভুক্তভোগী কাইয়ুম জানান, বিমানবন্দর রেলস্টেশন থেকে একতা ট্রেন যোগে কমলাপুর রেলস্টেশন নেমে  তাতিবাজারে তার দুলাভাই আলাউদ্দিনের নিকট যাচ্ছিলেন। তিনি স্টেশন থেকে বের হওয়া মাত্রই পূর্ব থেকে উৎপেতে থাকা সংঘবদ্ধ ছিনতাইকারী চক্র পূর্ব পরিকল্পনা মোতাবেক ভিকটিমকে ঘিরে ধরে এবং তার প্যান্টের পকেটের ভেতর পুটলিতে মোড়ানো স্বর্ণগুলো জোরপূর্বক  ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। 

একপর্যায়ে ধস্তাধস্তি ও ভিকটিমের চিৎকারে স্টেশন চত্বরে কর্তব্যরত রেলওয়ে পুলিশ ও রেলওয়ে নিরাপত্তা বাহিনীর দুইজন সদস্য এগিয়ে গিয়ে ভিকটিমকে ছিনতাইকারী চক্রের কবল থেকে উদ্ধার।    ঘটনাস্থল থেকে দুইজন ছিনতাইকারী রাকিব হাওলাদার (২৬) পিতা- সেকান্দার হাওলাদার, মাতা- রাহিমা বেগম, সাং শরশী, থানা বাকেরগঞ্জ, জেলা বরিশাল  ও মোঃ ইমন (২৩) পিতা মিরাজ হাওলাদার, মাতা- সেবু বেগম, গ্রাম কাজিরচর, থানা মুলাদী, জেলা বরিশালকে লুট করা স্বর্ণসহ হাতেনাতে গ্রেফতার করতে সক্ষম হয়।  

ধস্তাধস্তিতে ভিকটিমের পরনে শার্ট ও প্যান্টের পকেট ছিড়ে যায়। ছিনতাই দৃশ্য দেখে উপস্থিত জনতা এগিয়ে এলে বাকি ছিনতাইকারীরা পালিয়ে যায়। এ ব্যাপারে ভুক্তভোগীর  লিখিত অভিযোগের প্রেক্ষিতে ঢাকা রেলওয়ে থানায় একটি নিয়মিত মামলা প্রক্রিয়াধীন।

শহীদ

সম্পর্কিত বিষয়:

×