ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৬ মার্চ ২০২৫, ২২ ফাল্গুন ১৪৩১

হাসিনা কেন পালালেন, বাস্তবের মুখোমুখি হলেন না?

প্রকাশিত: ০০:২০, ৬ মার্চ ২০২৫

হাসিনা কেন পালালেন, বাস্তবের মুখোমুখি হলেন না?

ছবিঃ সংগৃহীত

শেখ হাসিনা কেন বাস্তবের মুখোমুখি হলেন না গোড়া থেকেই, হাসিনা বিষয়টি খোলাসা করেননি, দলের নেতাকর্মীরাও এর কারণ জানতে চান। একাদিক সূত্র নিশ্চিত করেছে ৪ঠা আগস্ট হাসিনা নিজেই বিদেশে চলে যাওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেন।

কারণ, একদিকে গণহত্যায় নৈতিকভাবে তিনি ছিলেন দূর্বল,অন্যদিকে লুটপাট আর অপশাসনে পরিস্থিতি হয়ে পড়েছিলো বিপর্যস্ত, শুরুতে তার পছন্দের তালিকায় ভারত ছিলো না, দ্বিতীয় দেশটি থেকে সবুজ সংকেত না আসায় ভারতেই যাওয়ার ব্যাপারে মনস্থির করেন।

নিজেই কয়েকদফা যোগাযোগ করেন। এরপর তার বিশ্বস্ত একাধিকে লোকের মাধ্যমে ভারতীয় নেতৃবৃন্দের কাছে বার্তা পাঠান। শেষপর্যন্ত ভারত রাজি হয়, হাসিনা ক্ষমতার মায়া ছেড়ে দিল্লিতে পাড়ি জমান।

তার এখন দেশে ফেরা ঝুঁকিপূর্ণ। ৭ মাস আগেই জনরোষ ছিলো প্রচন্ড। ক্ষোভের নেশায় জনগন ছিলো বিভোর, এখন যে পরিস্থিতি পালটে গেছে তা কিন্তু নয়। তার রাজনৈতিক ভবিষ্যত অনিশ্চিত, রাজনৈতিক পন্ডিতরা বলছেন সেদিন যদি শেখ হাসিনা দেশের থাকার সিদ্ধান্ত নিতেন তাহলে কী হতো?  জনরোষ এমন ছিলো যে কোন কিছুই ঘটতে পারতো, তবে রাজনীতির মারপ্যাচে হাসিনা হেরে গেছেন।

তথ্যসূত্রঃ https://www.facebook.com/share/v/157RsMWooZ/

মারিয়া

×