
রাইট টু ফ্রিডমের দুই প্রতিনিধির সাক্ষাৎ
যুক্তরাষ্ট্রভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক ‘রাইট টু ফ্রিডমে’র দুই প্রতিনিধি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামের সঙ্গে তার কার্যালয়ে দেখা করেছেন। অন্যদিকে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে গাজীপুরের কোনাবাড়িতে সংঘটিত গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তারকৃত সাবেক ৫ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে প্রতিবেদন জমা দিতে আগামী ১৫ জুন দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বুধবার মার্কিন ‘রাইট টু ফ্রিডম’ এর দুই প্রতিনিধি সাক্ষাৎ করেন। একইদিন ট্রাইব্যুনাল ৫ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে আদেশ প্রদান করেছেন।
বাংলাদেশে নিযুক্ত সাবেক রাষ্ট্রদূত উইলিয়াম ব্রায়ান্ট মাইলামের নেতৃত্বে বাংলাদেশের সাবেক মার্কিন কূটনীতিবিদ জন এফ ড্যানিলোভিজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পরিদর্শন করে তার সঙ্গে সাক্ষাৎ করেন। বুধবার ট্রাইব্যুনাল প্রাঙ্গণে এক প্রেস ব্রিফিংয়ে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম গণমাধ্যম কর্মীদের বলেন, তাদের সঙ্গে আমাদের একটি বৈঠক অনুষ্ঠিত হয়। তারা এ সময় জুলাই-আগস্ট গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধসহ বিগত ১৫ বছরের সংঘটিত গুম, নির্যাতন, খুন ও হত্যার ব্যাপারে বিভিন্ন তথ্য ও বিচারের কার্যপ্রক্রিয়া সম্পর্কে জানতে চান।
তিনি বলেন, প্রয়োজনীয় বিভিন্ন পরামর্শ দেওয়ার সঙ্গে সঙ্গে বাংলাদেশে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিচারে যতটুকু তাদের পক্ষে সম্ভব সহযোগিতা করতে আমাদেরকে আশ্বাস দিয়েছেন। তারা চান বাংলাদেশের মানুষের ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিত হোক। তারা মনে করেন, বাংলাদেশের সরকারের উচিত অপরাধের বিচার করে এ ধরনের কর্মকা- যেন কখনো পুনরাবৃত্তি হতে না পারে তা কঠোরভাবে নিশ্চিত করা।
এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে চিফ প্রসিকিউটর বলেছেন, তারা মূলত গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের বিচার কেন এত প্রয়োজন সেটি নিরূপণ করতে এবং গ্রাউন্ড রিয়্যালিটির বাইরে ছড়ানো ভুয়া খবর প্রতিরোধ করতে বিভিন্ন তথ্য সংগ্রহ করে থাকেন। এ বিষয়গুলো নিয়ে আমাদের সঙ্গে তারা কাজ করবেন।
তিনি বলেন, গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধ এবং বিগত ১৫ বছরের সংঘটিত সকল অপরাধের হোতা শেখ হাসিনাসহ তার সকল সহযোগীদের বিচারকার্য যথাযথভাবে সম্পন্ন করতে সর্বাত্মক প্রস্তুতি নিয়ে দিনরাত কাজ চলছে। ন্যায়বিচার নিশ্চিত করতে আমরা জাতি, এই দেশের নাগরিক ও ভুক্তভোগীদের কাছে দায়বদ্ধ।
৫ পুলিশের বিরুদ্ধে প্রতিবেদন ॥ বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে গাজীপুরের কোনাবাড়িতে সংঘটিত গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তারকৃত সাবেক ৫ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে প্রতিবেদন জমা দিতে আগামী ১৫ জুন দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
বুধবার প্রসিকিউশনের একটি আবেদনের পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তূজা মজুমদার নেতৃত্বাধীন তিন সদস্যের একটি বেঞ্চ শুনানি শেষে এই আদেশ দেন।
বুধবার এই মামলার আসামি সাবেক ওসি আশরাফ উদ্দিন, কনস্টেবল আকরাম হোসেন, ওসি শফিকুল ইসলাম, কনস্টেবল ফাহিম হাসান ও কনস্টেবল মাহমুদুল হাসানকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। অধিকতর তদন্ত শেষে প্রতিবেদন জমা দেওয়ার জন্য তিন মাস সময় মঞ্জুর করে এই দিন ধার্য করা হয়। একইসঙ্গে প্রসিকিউশনের অপর একটি আবেদন মঞ্জুর করে মামলার আসামি কনস্টেবল আকরামকে জিজ্ঞাসাবাদ করার জন্য ১১ মার্চ দিন ধার্য করেন আদালত।