
ছবিঃ সংগৃহীত
পিনাকী ভট্টাচার্য সম্প্রতি নবনিযুক্ত শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি আর আবরারের মানুষের জন্য নিবেদিত কর্মময় দীর্ঘ জীবনের ফিরিস্তি বর্ণনা করেছেন তার ফেসবুক পোস্টে এবং সেইসাথে তাকে শিক্ষা উপদেষ্টা হিসেবে অভিনন্দন জানিয়েছেন।
তিনি লিখেছেন, অধ্যাপক আবরার বাংলাদেশে ক্যাম্পে অবস্থানরত উর্দুভাষী জনগোষ্ঠীর নাগরিকত্ব আদায়ের জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন। ক্যাম্পের বসবাসকারী জনগোষ্ঠী এবং তাঁর সম্মিলিত উদ্যোগে হাইকোর্টে একটি রিট পিটিশনের ফলে বাংলাদেশে উর্দুভাষীদের নাগরিকত্ব বিষয়টি চূড়ান্তভাবে নিষ্পত্তি ঘটে ২০০৮ সালে।
তিনি আরো বলেন, কোভিড দুঃসময়ে তিন দফায় দেশে ফিরে আসা অভিবাসী শ্রমিকদের যখন 'দেশের ভাবমূর্তি' খুন্ন করার অভিযোগে আটক করে মামলা করা হয়, ড. আবরার ও তাঁর একদল সহযোগী তখন হাইকোর্টে রিট পিটিশন ফাইল করে আদালতের হস্তক্ষেপে তাদের মুক্ত করেন। একই রকমমের বিধিবহির্ভূতভাবে দেশে ঢোকার কারণে আটককৃত রোহিঙ্গা শরণার্থীদের জেলে থাকার নির্দিষ্ট সময় শেষ হবার পরেও যখন বেআইনী ভাবে তাদের আটক রাখা হচ্ছিল, তখন প্রফেসর আবরার এর বিরুদ্ধে আরেকটি রিট ফাইল করে সফলভাবে তাদের মুক্তি আদায় করেন।
তিনি বলেন, ড. আবরার নিজেকে কখনো রাষ্ট্রের স্বেচ্ছাচারিতার কাছে সমর্পণ করেননি। গত ১০ বছর গুম, বিচার বহির্ভূত হত্যা, মত প্রকাশের স্বাধীনতা, ডিজিটাল ও সাইবার সিকিউরিটি অ্যাক্ট, সীমান্ত হত্যা প্রভৃতি বিষয়ের উপরে ইংরেজি দৈনিকসমূহে দেড় শতাধিক কলাম লিখেছেন, যার মাধ্যমে গণতান্ত্রিক মুক্ত বিশ্ব বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনের প্রকৃত চিত্র বুঝতে সমর্থ্য হয়েছিল।অধ্যাপক সি আর আবরারের নেতৃত্বে শিক্ষা মন্ত্রনালয়ের যাত্রা শুভ হোক।
তথ্যসূত্রঃ https://www.facebook.com/share/p/1DBKfPmuy6/
মারিয়া