
নাগরিকদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) তথ্য বিক্রির চাঞ্চল্যকর অভিযোগে সাবেক তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এনএম জিয়াউল আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে তথ্য বিক্রির মাধ্যমে প্রায় ২০ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ।
বুধবার (৫ মার্চ) চট্টগ্রামের পাঁচলাইশ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সোলায়মান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, জিয়াউল আলমকে তার এক আত্মীয়ের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় এবং তাকে ঢাকায় পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
এছাড়া, এনআইডি তথ্য বিক্রির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়, আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকসহ ১৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মামলার আসামি হিসেবে নাম রয়েছে জিয়াউল আলমের। এর সাথে আরো ১৫-২০ জন অজ্ঞাতনামা আসামি হিসেবে মামলায় যুক্ত রয়েছেন।
এই ঘটনায় চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে, যার মাধ্যমে তথ্য বিক্রির মাধ্যমে বিশাল অঙ্কের অর্থ আত্মসাতের অভিযোগে তদন্তের দিকে নজর পড়েছে।
আফরোজা