ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৬ মার্চ ২০২৫, ২২ ফাল্গুন ১৪৩১

হঠাৎ বিএসইসিতে কর্মকর্তাদের অবরোধ-বিক্ষোভ কেন?

প্রকাশিত: ২২:১৩, ৫ মার্চ ২০২৫; আপডেট: ২২:১৫, ৫ মার্চ ২০২৫

হঠাৎ বিএসইসিতে কর্মকর্তাদের অবরোধ-বিক্ষোভ কেন?

ছবি সংগৃহীত

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্বাহী পরিচালক সাইফুর রহমানকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর প্রতিবাদে সংস্থাটির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ ও কমিশনারদের অবরুদ্ধ করে বিক্ষোভ করছেন কর্মকর্তা-কর্মচারীরা।

বুধবার (৫ মার্চ) বেলা ১১টার পর জুনিয়র কর্মকর্তারা বিএসইসি কার্যালয়ে শীর্ষ কর্মকর্তাদের ঘেরাও করে রাখেন। বিকাল ৩টা পর্যন্ত এই অবরোধ অব্যাহত ছিল।

জানা গেছে, বিএসইসি চেয়ারম্যান রাশেদ মাকসুদ মঙ্গলবার এক আদেশে সাইফুর রহমানকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর ঘোষণা দেন। এর পর থেকেই বিএসইসির কর্মীরা এই সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে শুরু করেন।

এক কর্মকর্তা জানিয়েছেন, কনিষ্ঠ কর্মকর্তারা তাদের দাবি-দাওয়া নিয়ে শীর্ষ কর্মকর্তাদের অবরুদ্ধ করেছেন। এছাড়া, কিছু কর্মকর্তারা চেয়ারম্যানকে “দালাল” আখ্যা দিয়ে তাদের বিরুদ্ধে নানা অভিযোগও তুলছেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে বিএসইসি ভবনের সামনে সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। 

আশিক

×