ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৬ মার্চ ২০২৫, ২২ ফাল্গুন ১৪৩১

শেখ হাসিনার পতন না হলে ৬ আগস্ট যেমন হতো সংবাদপত্রের শিরোনামগুলো!

প্রকাশিত: ১৬:৪২, ৫ মার্চ ২০২৫; আপডেট: ১৬:৪৭, ৫ মার্চ ২০২৫

শেখ হাসিনার পতন না হলে ৬ আগস্ট যেমন হতো সংবাদপত্রের শিরোনামগুলো!

ছবিঃ সংগৃহীত।

শেখ হাসিনার পতন না হলে, ৬ আগস্ট ২০২৪-এর সংবাদপত্রে যে শিরোনামগুলো হতো, তা দেশের রাজনৈতিক এবং সামাজিক অস্থিরতার এক ভয়াবহ চিত্র তুলে ধরতো। দৈনিকগুলো শিরোনাম দিতো, “জাতির জীবনে এক কালো অধ্যায়, মুম্বাই কায়দায় গণভবনে সন্ত্রাসী হামলা।” “দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের উপর ভয়াবহ জঙ্গী হামলা।”  “A BLACK DAY! We have an Iron Lady who saved the sovereignty of Bangladesh।”

এই দিনগুলোতে দেশের সংবাদমাধ্যম নানা ঘটনা এবং ঘটনাপ্রবাহের মধ্য দিয়ে দেশবাসীকে হতভম্ব করতো। ৬ আগস্ট থেকে ১৫ আগস্ট পর্যন্ত দেশের বিভিন্ন পত্রিকার শিরোনামগুলো এমন কিছু তথ্য তুলে ধরতো যা দেশের ভিতরের রাজনৈতিক অস্থিরতার গভীরতা আরও বাড়িয়ে তুলতো। যেমন:

“বিচার ও জনরোষ থেকে বাঁচতে নাহিদ, সারজিস, হাসনাত ও মাসুদের আত্মহত্যা।”
“পুলিশের সাথে বন্দুকযুদ্ধে কথিত ‘বৈষম্য বিরোধী’ জঙ্গী গোষ্ঠীর ৭৫ সমন্বয়ক নিহত, দুই পুলিশ সদস্য আহত।”
“সারা দেশ থেকে বিএনপি নেতারা লাপাত্তা, প্রশ্ন—আবার কি আইএসের দিকে ঝুঁকছে বাংলাদেশি মধ্যবয়সীরা?”
“বিপথগামী সেনা কর্মকর্তাদের ব্যর্থ ক্যু, ফায়ারিং স্কোয়াডে ১৬৭ অভ্যুত্থানকারী সেনার মৃত্যুদণ্ড কার্যকর।”
“রহস্যের কিনারা, থাইল্যান্ড থেকে আনা স্মোক ড্রাগস দিয়ে সুকৌশলে মানুষকে উন্মাদ করা হয়েছে।”
“গণসংহতি আন্দোলনের অফিস থেকে ভিপি নুরের লাশ উদ্ধার, সাকি গ্রেফতার।”
“ঢাবি শিক্ষার্থী সাদিক কায়ুমের মৃত্যু, অভিযোগ শিবির সংশ্লিষ্টতার।”
“হোটেল সেরিনা থেকে বিদেশি নারীসহ ববি হাজ্জাজ গ্রেফতার।”
“সড়ক দুর্ঘটনায় বিএনপির তরুণ তুর্কি ইশরাক হোসেন নিহত।”
“প্যারিসে অজ্ঞাত কারণে পিনাকি ভট্টাচার্যের মৃত্যু।”
“করফাকি মামলায় সাজা খেটে বের হলেন গ্রামীণ ব্যাংকের ইউনুস, সহকর্মীর উপর হয়রানির মামলায় জেল গেট থেকে আবার গ্রেপ্তার।”

এভাবে ৬ আগস্ট ২০২৪-এর সংবাদপত্র এবং পত্রিকা হকারের মাধ্যমে উঠে আসতো দেশের এক অন্ধকার অধ্যায়ের ছবি, যা রাজনীতি এবং সমাজে অস্থিরতা এবং সংকটের নতুন মাত্রা যুক্ত করতো।

এই প্রতিবেদনটি সম্পূর্ণ নিজস্ব চিন্তাভাবনা থেকে তৈরি করা শুধুমাত্র পাঠকদের জন্য।

 

মুহাম্মদ ওমর ফারুক

×