
ট্টগ্রামের মানুষ ইসলামকে অনেক বেশি ভালোবাসে বলে মন্তব্য করেছেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম।
সম্প্রতি জুমার নামাজের দিন মসজিদের মিম্বরে দাঁড়িয়ে আলোচনা করার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
সালাতুল জুমার সময় হয়ে গেছে উল্লেখ করে শিবির সভাপতি বলেন,চট্টগ্রামের মানুষ ইসলামকে অনেক বেশি ভালোবাসে এবং ইসলাম প্রিয়, এটা ভৌগোলিকগতভাবে এবং ঐতিহাসিকভাবে প্রমাণিত।
আল্লাহর রাসূল (সাঃ) একবার মসজিদে বসা অবস্থায় নিজেই প্রশ্ন করলেন,এই দুনিয়ার সাথে আমার কি সম্পর্ক।আবার রাসূল (সাঃ) নিজেই সেটার উত্তর দিচ্ছেন,কোন একজন পথিক মরুময় অঞ্চলে সে অনেক দূরবর্তী জায়গায় পৌঁছাবে। তো সে হঠ্যাৎ একটি গাছ পেল বিশ্রাম নিবে।
বিশ্রামতো সামান্য সময়ের জন্য উল্লেখ করে তিনি আরো বলেন,বিশ্রাম নিয়ে সে আবার তার লক্ষ্যের দিবে ধাবিত হয়।রাসূল (সাঃ) বলছেন এই দুনিয়ার সাথে আমার সম্পর্ক ওই পথিকের গাছের নিচে বিশ্রাম নেওয়া সময়ের মতো।
আল্লাহতায়ালা আমাদের সৃষ্টির একটা বড় উদ্দেশ্য যেটি বলেছেন,আমি মানুষ এবং জ্বীনকে আমার গোলামি করার জন্য সৃষ্টি করেছি।গোলামি মানে আল্লাহতায়ালা যা বলেছেন সবটুকুকে মেনে নেওয়া।এমননা যে কিছু মানবো কিছু মানবো না এমন না।
শিবির সভাপতি এসময় ইসলাম নিয়ে আরো অনেক কথা বলেছেন।ভিডিওটি ইতোমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।নেটিজেনরা করছেন প্রশংসা।
ফুয়াদ