
ওরা আসলে শিবিরকর্মী।ওরা ছাত্রলীগে গিয়ে আশ্রয় নিয়েছে।নিজেরাই সেটা বলছে বলে মন্তব্য করেছেন, বীর মুক্তিযোদ্ধা ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমান।
গতকাল সোশ্যাল মিডিয়া ভিত্তিক টকশো “ফেস দ্য পিপল” এর এক টকশোতে তিনি একথা বলেন।
ফজলুর রহমান আরো বলেন, সারজিস আলমের কথা বলবো সে শিবির আদর্শের ছেলে। সে ছাত্রলীগ করছে।যে প্রশ্নটা আপনি করছেন সেই প্রশ্নের উত্তরটা দেওয়া আমার ছিল না।
নির্বাচন হলে সবকিছু খোলাসা হয়ে যাবে উল্লেখ করে ফজলুর রহমান আরো বলেন,এদেরকে দিয়ে যারা কথা বলায়,ক্ষমতায় এখন থাকতে চায় বিনা নির্বাচনে; এটা তাদেরই একটা তরুণ শাখা,যুব শাখা। যেটার নাম ছাত্র শিবির।যুব শাখাটার নাম অত শুনা যায় না এটা তাদেরি একটা তরুণ শাখা।
ভাসমান কথা বলিনা উল্লেখ করে তিনি আরো বলেন, ওরা ছাত্রলীগে গিয়ে আশ্রয় নিয়েছে।নিজেদেরকে লুকায়িত করছে এটা নিজেরাই বলছে।
ভিডিও: https://youtu.be/WfoDgeSiwfw?si=UcfuEl42PoMqzfJu
ফুয়াদ