
সিরাজগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও এইচটি ইমামের ছেলে তানভীর ইমামের বাসা সন্দেহে রাজধানীর গুলশানের একটি বাসায় তল্লাশি চালিয়ে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে।
মঙ্গলবার (০৪ মার্চ) রাত ১১টার দিকে গুলশান-২ এর ৮১ নম্বর কনকর্ড কটেজে এ ঘটনা ঘটে।
বিক্ষুব্ধদের দাবি, বাসাটিতে অবৈধ অর্থ থাকার খবরে জড়ো হয়েছিলেন তারা। তবে বাসাটির গৃহকর্মীরা জানান, বাসাটি তানভীর ইমামের প্রাক্তন স্ত্রীর। দরজা ভেঙে ঘরে ঢুকে লুটপাট করে নিয়ে গেছে তারা। তল্লাশির একপর্যায়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত হলেও গণমাধ্যমের সঙ্গে কথা বলেননি তারা।
প্রত্যক্ষদর্শীরা জানান, বাড়ির সামনে গিয়ে মূল ফটক ভেঙে ভেতরে প্রবেশ করেন বিক্ষুব্ধরা।
তল্লাশিতে যাওয়া একব্যক্তি বলেন, এখানে আমরা অবৈধ অর্থ থাকার সত্যতা খুঁজছি। কার সাথে লিংক আছে না আছে সেটা দেখতে।
তল্লাশিতে যাওয়া আরেক ব্যাক্তি নিজেকে আমজনতা পরিচয় দিয়ে বলেন বড় বড় ‘বড় বড় পলিটিশিয়ানদের ২-৪টা বিবি থাকে।
সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, আমরা আমাদের কাজ করছি আপনারা আপনাদের কাজ করেন।
তিনি আরো বলেন, আমরা যা করার করেছি আপনারা যা করার করেন, যান-এই কথা বলে চলে যান ওই ব্যক্তি।
আরেকজন বলেন, আমরা খবর পেয়েছি ছাত্র-জনতার আন্দোলনের সময় এক হত্যাকারী এখানে আছে। তাই এসেছি।
বিক্ষুব্ধরা ভবনের পাঁচতলার বাসায় ঢুকে তছনছ করেন আলমারি, ওয়্যারড্রব, লাগেজ থেকে শুরু করে বিভিন্ন সরঞ্জাম। রাত ১২টার দিকে ঘটনাস্থলে যায় গুলশান থানা-পুলিশ। কিছুক্ষণ পর আসে সেনাবাহিনী।
এরপর রাত আড়াইটার দিকে গণমাধ্যমের উপস্থিতিতে ঘটনাস্থল ত্যাগ করে তল্লাশি চালানো ব্যক্তিরা।
এ সময় তাদের কেউ কেউ নিজেদের সাধারণ জনগণ বলে পরিচয় দেন। গণমাধ্যমের সঙ্গে কথা না বলে চলে যান আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও।
ফুয়াদ