
ছবি: সংগৃহীত।
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। ভূমিকম্পটির উৎপত্তিস্থল মিয়ানমার-ভারত সীমান্ত এলাকায় বলে প্রাথমিকভাবে জানা গেছে।
বুধবার (৫ মার্চ) বেলা ১১টা ৩৯ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল মিয়ানমার-ভারত সীমান্ত থেকে প্রায় ২৯৪ কিলোমিটার দূরে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৬।
তাৎক্ষণিকভাবে এ ভূমিকম্পে কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। তবে, কম্পনের প্রভাব ঢাকা, চট্টগ্রাম, সিলেটসহ দেশের বিভিন্ন এলাকায় অনুভূত হয়েছে, যা কিছুক্ষণের জন্য মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ভূমিকম্পের পরবর্তী পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।
নুসরাত