
ছবি: সংগৃহীত
দীর্ঘ সাত মাস মর্গে থাকার পর সিরাজগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ আসিফ হোসেনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
মঙ্গলবার আদালতের নির্দেশে হস্তান্তর করা হয়। সিরাজগঞ্জের দুই নম্বর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মোস্তাকিম হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান ডিএনএ পরীক্ষার মাধ্যমে আসিফের পরিচয় সনাক্ত করা হয়। আসিফের বাবা ছেলের মরদেহ পেতে আদালতে আবেদন করেছিলেন। ঐ আবেদনের পরিপ্রেক্ষিতে রোববার শুনানি শেষে বিচারক পরিবারের কাছে মরদেহ হস্তান্তরের আদেশ দেন।
আদেশের পর কিছু প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হয়। গত ৪ আগস্ট ছাত্রজনতার আন্দোলনে শহীদ হন আসিফ হোসেনে।
আবীর