ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৬ মার্চ ২০২৫, ২১ ফাল্গুন ১৪৩১

পর্যটকশূন্য সেন্ট মার্টিন দ্বীপ প্রকৃতির আসল রূপে ফিরতে শুরু করেছে

প্রকাশিত: ১১:৪৮, ৫ মার্চ ২০২৫; আপডেট: ১১:৫১, ৫ মার্চ ২০২৫

পর্যটকশূন্য সেন্ট মার্টিন দ্বীপ প্রকৃতির আসল রূপে ফিরতে শুরু করেছে

ছবি: সংগৃহীত

পর্যটক শূন্য সেন্ট মার্টিন দ্বীপ প্রকৃতির আসল রূপে ফিরতে শুরু করেছে। এখন সমুদ্র সৈকতেই দেখা মিলছে সামুদ্রিক বড় জোঁক, বেড়েছে শামুক-ঝিনুক, জাগছে প্যারাবন ও কেয়া গাছ।

সমুদ্র সৈকতের পাশে উড়ছে পাখি, দেখা মিলছে লাল কাঁকড়ার। সমুদ্রের পানি এখন স্বচ্ছ নীল রং ধারণ করেছে। জানা গেছে সরকারি বিধিনিষেধ অনুযায়ী পহেলা ফেব্রুয়ারি থেকে পর্যটকদের ভ্রমণ নিষিদ্ধের ফলে দ্বীপের বাসিন্দা ছাড়া এখন কারো উপস্থিতি সেন্ট মার্টিনে নেই। এবছর পর্যটন মৌসুমে সেন্ট মার্টিনে দুই মাস দুই হাজার পর্যটক ভ্রমণের সুযোগ পেয়েছেন। বিগত বছরে চার-পাঁচ মাসে প্রতিদিন পাঁচ হাজার পর্যটক ভ্রমণ করেছেন।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন বলেন সেন্ট মার্টিন দ্বীপের প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য ফিরিয়ে আনতে গত ৫ই ফেব্রুয়ারি পরিবেশ অধিদপ্তরের একটি দল সেন্ট মার্টিন দ্বীপে পৌঁছে একাধিক ড্রোনের মাধ্যমে বর্জ্য পড়ে থাকার স্থান শনাক্ত করে। পরে ১২-১৩ ফেব্রুয়ারি দুদিনে ৯৩০ কেজি বর্জ্য অপসারণ করা হয়। অপসারিত বর্জ্যের ৯০ শতাংশই ছিল চিপস, বিস্কুটের প্যাকেট ও পলিথিন।

আবীর

×