
ছবি: সংগৃহীত
মানবতা বিরোধী অপরাধী হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিচারের মুখোমুখী হতেই হবে। যুক্তরাজ্যভিত্তিক সংবাদ মাধ্যম স্কাই নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এমন কথা বলেন বাংলাদেশের অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডঃ মোঃ ইউনুস।
তিনি বলেন শুধু শেখ হাসিনাকেই নয়, মানবতাবিরোধী কাজে বিচারের মুখোমুখি করা হবে তার সহযোগীদেরকেও।
এছাড়াও তিনি বলেন, শেখ হাসিনাকে বিচারের আওতায় আনার জন্য প্রয়োজনীয় তথ্য প্রমাণ আছে সরকারের কাছে। কিন্তু তাকে দেশে ফিরিয়ে আনার বিষয়টি নির্ভর করছে ভারত ও আন্তর্জাতিক আইনের উপর।
এছাড়াও সেই সাক্ষাৎকারে আয়না ঘর প্রসঙ্গে কথা বলেন তিনি। আয়না ঘরে মানুষের উপর নির্মম অত্যাচার করা হয়েছে এবং তা সম্পূর্ণ মানবতাবিরোধী। আয়না ঘরে ভয়ংকর ভাবে মানবাধিকার লঙ্ঘন করা হয়েছে।
এছাড়াও সাক্ষাৎকার দেওয়ার সময় তিনি আয়না ঘর প্রসঙ্গে কথা বলতে গিয়ে বলেন আয়নাঘরকে জাদুঘরে রূপান্তর করা হবে।
শিলা ইসলাম