ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৬ মার্চ ২০২৫, ২১ ফাল্গুন ১৪৩১

হাসিনাকে ফেরত চেয়ে ড. ইউনূসের চিঠি, যে প্রতিক্রিয়া জানালো দিল্লী

প্রকাশিত: ১১:৩৬, ৫ মার্চ ২০২৫

হাসিনাকে ফেরত চেয়ে ড. ইউনূসের চিঠি, যে প্রতিক্রিয়া জানালো দিল্লী

ছবি: সংগৃহীত

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, মানবতাবিরোধী অপরাধ ও দুর্নীতির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দুটি গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম স্কাই নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, হাসিনাকে ফেরত চেয়ে ভারত সরকারকে আনুষ্ঠানিক চিঠি পাঠানো হয়েছে, তবে এখনো কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

ড. ইউনূস বলেন, শুধু শেখ হাসিনা নন, তার পরিবারের সদস্য ও সহযোগীরাও বিচারের আওতায় আসবেন। তিনি সম্প্রতি কুখ্যাত 'আয়নাঘর' পরিদর্শন করেছেন, যেখানে ভিন্নমতাবলম্বীদের ওপর নির্যাতনের প্রমাণ পেয়েছেন বলে দাবি করেন।

তিনি স্বীকার করেন, এই বিচার প্রক্রিয়া সময়সাপেক্ষ, কারণ পুরো সরকার অপরাধে জড়িত ছিল। তবে ভুক্তভোগীদের দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান তিনি।

আসিফ

×