ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৬ মার্চ ২০২৫, ২১ ফাল্গুন ১৪৩১

নতুন উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণ করলেন অধ্যাপক চৌধুরী রফিকুল আবরার

প্রকাশিত: ১১:৩৩, ৫ মার্চ ২০২৫; আপডেট: ১৩:৩২, ৫ মার্চ ২০২৫

নতুন উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণ করলেন অধ্যাপক চৌধুরী রফিকুল আবরার

ছবি: সংগৃহীত

বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের শিক্ষা উপদেষ্টা হিসেবে নিয়োগ প্রদান করা হয়েছে অধ্যাপক ডক্টর রফিকুল আবরারকে। 

বুধবার (৫ মার্চ) বেলা ১১টা ৬ মিনিটে বঙ্গভবনে শপথবাক্য পাঠ করেন তিনি। অনুষ্ঠানের শুরুতে জুলাই অভ্যুত্থানে নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং কোরআন তিলাওয়াত করা হয়। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। 

সি আর আবরার শরণার্থী ও শ্রমঅভিবাসন বিষয়ে বিশেষজ্ঞ। ১৯৭৯ খ্রিষ্টাব্দে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা শুরু করেন। দীর্ঘদিন ধরে রোহিঙ্গা শরণার্থীদের নিয়ে কাজ করছেন তিনি। 

শেখ হাসিনা সরকারের পতনের পর গত ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। কয়েক দফায় নতুন উপদেষ্টা নিয়োগ দেওয়া হয়। প্রধান উপদেষ্টাসহ এই সরকারে উপদেষ্টার সংখ্যা এখন ২১।

শিলা ইসলাম

×