ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৬ মার্চ ২০২৫, ২১ ফাল্গুন ১৪৩১

শেখ হাসিনা অবশ্যই আদালতের মুখোমুখি হবেন: ড. ইউনূস

প্রকাশিত: ১১:২৭, ৫ মার্চ ২০২৫; আপডেট: ১১:৩৮, ৫ মার্চ ২০২৫

শেখ হাসিনা অবশ্যই আদালতের মুখোমুখি হবেন: ড. ইউনূস

ছবি: সংগৃহীত

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, মানবতাবিরোধী অপরাধের দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি হতে হবে। তিনি জোর দিয়ে বলেন, শুধু হাসিনা নন, তার পরিবারের সদস্য, ক্লায়েন্ট এবং সহযোগীদেরও বিচারের আওতায় আনা হবে।

ব্রিটিশ সংবাদমাধ্যম স্কাই নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ড. ইউনূস জানান, হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ ও দুর্নীতির অভিযোগে দুটি গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। তিনি বলেন, হাসিনাকে ফেরত চেয়ে আমরা আনুষ্ঠানিক চিঠি পাঠিয়েছি, তবে নয়াদিল্লি থেকে এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ড. ইউনূস আরও বলেন, হাসিনার বিচার অবশ্যই হবে, সেটা তিনি বাংলাদেশে উপস্থিত থেকে হোক বা ভারতে থেকেই হোক।

প্রধান উপদেষ্টা সম্প্রতি কুখ্যাত 'আয়নাঘর' বা গোপন টর্চার সেল পরিদর্শন করেছেন, যেখানে গত ১৫ বছর ধরে ভিন্নমতাবলম্বীদের ওপর অত্যাচার-নিপীড়ন চালানো হয়েছিল। তিনি বলেন, সেখানে যা দেখেছেন, তাতে তিনি হতবাক। হাসিনার বিরুদ্ধে তার নিরাপত্তা বাহিনী ও পুলিশকে ব্যবহার করে শত শত নেতাকর্মীকে অপহরণ, নির্যাতন ও হত্যার তদারকি করার অভিযোগ রয়েছে। অনেক অভিযুক্ত বাংলাদেশ থেকে পালিয়ে গেছেন।

ড. ইউনূস স্বীকার করেন, অভিযুক্তদের সংখ্যা ও পরিসর বেশি হওয়ায় বিচার প্রক্রিয়া সময়সাপেক্ষ। তিনি বলেন, পুরো সরকার এই অপরাধের সঙ্গে জড়িত ছিল, তাই কারা সত্যিই উৎসাহের সঙ্গে এই অপরাধগুলো করেছিল, আর কারা উচ্চপদস্থদের আদেশের অধীনে এসব কাজ করেছিল, তা বের করা কঠিন। তবে ভুক্তভোগীদের পরিবার যাতে দ্রুত ন্যায়বিচার পায়, সে চেষ্টা অব্যাহত রয়েছে।

আসিফ

×