
সুপ্রিম কোর্টের আইনজীবী ড. তুহিন মালিক
সুপ্রিম কোর্টের আইনজীবী ড. তুহিন মালিক বলেছিলেন, যে যত বড় তার পতনটাও তত মারাত্মক হয়। আমাদের ইতিহাস তাই বলে। রাজনৈতিক ইতিহাসও তাই বলে। এত বড় একটা সূর্য কোন আওয়াজ ছাড়াই কিন্তু প্রতিদিন ওঠে। কোন উচঁভবন থেকে যখন কোন পিঁপড়া পড়ে যায়। তখন কিন্তু সেটি দিব্দি হেটে চলে যায়। আর কোন মানুষ যদি পড়ে যায়। তাহলে তার মৃত্যু অনিবার্য।
২০১৪ সালে এক বেসরকারি টেলিভিশনের টকশোতে তিনি এসব কথা বলেছিলেন। যখন অন্ধকার নামে তখন কিন্তু নিজের ছায়াটাও সরে যায়। কেউ যদি মনে করেন। জনগণের কোন শক্তি নেই। রবীন্দ্রনাথ ঠিকই বলেছিলেন। ছোটদের অবজ্ঞা করতে নেই। কারন ছোটরা যখন প্রতিবাদী হয়ে ওঠে। তখন তা বড় শক্তিতে পরিণত হয়। জনগণকে নিয়ে মস্কারা করা। জনগণের ভোটাধিকার নিয়ে মস্কারা করা। গণতন্ত্র নিয়ে মস্কারা করা। এটা ছেলে খেলা নয়।
তিনি বলেন, একটা গাছ থেকে লক্ষ লক্ষ দিয়াশলাই হয়। আর একটা দিয়াশলাইয়ের কাঠি দিয়ে আপনি লক্ষ লক্ষ বাগান পুড়িয়ে দিতে পারেন। আগুনের সেই শক্তিটা আছে। সাপ যখন বেঁচে থাকে। তখন সে পোকামাকড়কে খায়। আর সাপ মারা গেলে পোকামাকড় সাপকে খায়। এটাই বাস্তবতা। আর মশাও কিন্ত মরে তার হাতেই। যার রক্ত সে খায়। জনগণকে বোকা ভাবা আর জনগণকে নিয়ে খেলা করা। এটা ভয়ংকর বিপদের সম্মুখীন হতে হবে।
তিনি আরও বলেন, সরকার বলছে তার অনেক শক্তি। দেশি বিদেশি এমনকি পার্শ্ব বন্ধুপ্রতিম দেশ। কিন্তু বিপদ যখন আসবে। তখন এগুলো কিছুই ঠেকাবে না।
শহীদ