ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৫ মার্চ ২০২৫, ২১ ফাল্গুন ১৪৩১

বাংলাদেশের মানুষ সেকেন্ড রিপাবলিকের প্রয়োজন মনে করে না: মেজর হাফিজ

প্রকাশিত: ০৩:০২, ৫ মার্চ ২০২৫

বাংলাদেশের মানুষ সেকেন্ড রিপাবলিকের প্রয়োজন মনে করে না: মেজর হাফিজ

মেজর অবঃ হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম বলেন, তাদের কিছু কিছু কথা বার্তায় জনগণ কিছুটা কনফিউজড আছেন, একটা হলো তারা বাংলাদেশকে সেকেন্ড রিপাবলিক ঘোষণা করতে চায়,বাংলাদেশের সাধারণ মানুষ বিগত ১৫ বছর নানা নির্যাতন এর শিকার হয়েছে গুম খুন,নির্বাচন কারচুপি, দেশের অর্থ তারা বিদেশে পাচার করেছে।এটি তো রিপাবলিক এর দোষ নয়,দেশে আইন কানুন সবই আছে যারা ক্ষমতায় গিয়েছে অবইধভাবে তারা আইন মান্য করে নি।

সুতরাং সেকেন্ড রিপাবলিক না থাকার কারণে এটি হয়েছে বলে আমি মনে করিনা।আরো কয়েকটি দেশে বিপ্লবের পর নতুন নামকরণ হয়েছে সরকার ব্যবস্থার পরিবর্তন এর পর।বাংলাদেশের মানুষ সেকেন্ড রিপাবলিক প্রয়োজন মনে করে না।তবুও তারা যদি দিতে চায়,এটি ঘোষণা করার অধিকার নির্বাচিত প্রতিনিধিদের।

 

 

 

সূত্র: https://www.facebook.com/watch/?v=1265523014545288&rdid=wU8Xgcm17wvmoTUM

সাজিদ

×