ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৫ মার্চ ২০২৫, ২০ ফাল্গুন ১৪৩১

পুলিশের যে ১৮ অতিরিক্ত আইজি, ডিআইজি ও এসপি বদলি

প্রকাশিত: ০০:২৬, ৫ মার্চ ২০২৫; আপডেট: ০০:৪১, ৫ মার্চ ২০২৫

পুলিশের যে ১৮ অতিরিক্ত আইজি, ডিআইজি ও এসপি বদলি

ছবি সংগৃহীত

বাংলাদেশ পুলিশে বড় ধরনের রদবদল ঘটিয়ে শীর্ষ পর্যায়ের ১৮ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। তাদের মধ্যে তিনজন অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (আইজিপি), সাতজন ডিআইজি, এবং আটজন ডিসি (উপকমিশনার) ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার কর্মকর্তা রয়েছেন।

এনিয়ে মঙ্গলবার (৫ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ অধিশাখা থেকে এক প্রজ্ঞাপনে এই বদলির আদেশ জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেছেন উপসচিব মো. মাহবুবুর রহমান। প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

বদলির মধ্যে রয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক মো. মতিউর রহমান শেখ-কে পুলিশ সদর দপ্তরে বদলি করা হয়েছে। এছাড়া রাজশাহীর সারদার প্রিন্সিপাল অতিরিক্ত আইজিপি মো. মাসুদুর রহমান ভূঞা এবং এন্টি টেরোরিজম ইউনিটের প্রধান অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক খোন্দকার রফিকুল ইসলাম-কেও বদলি করা হয়েছে।

এছাড়া, হাইওয়ে পুলিশ-এর ডিআইজি মো. রেজাউল করিম-কে পুলিশ সদর দপ্তরে বদলি করে তার স্থলে রাজশাহীর সারদা পুলিশ একাডেমির ডিআইজি রখফার সুলতানা খানম-কে দায়িত্ব দেওয়া হয়েছে।

ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মো. আশরাফুর রহমান-কে পুলিশ সদর দপ্তরে বদলি করে তার স্থলে পুলিশ সদর দপ্তরের ডিআইজি মো. আতাউল কিবরিয়া-কে দায়িত্ব দেওয়া হয়েছে।

এছাড়া, শিল্পাঞ্চল পুলিশ-এর ডিআইজি মহা. আশরাফুজ্জামান-কে রংপুরের পিটিসির কমান্ড্যান্ট করে, সিআইডি-এর ডিআইজি হারুন উর রশিদ হাযারী-কে দায়িত্ব দেওয়া হয়েছে।

এদিকে, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) উপকমিশনার মো. সাইফউদ্দীন শাহীন-কে কক্সবাজারের পুলিশ সুপার এবং খুলনা রেঞ্জ ডিআইজি কার্যালয়ের পুলিশ সুপার তোফায়েল আহম্মেদ-কে সুনামগঞ্জের পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।

এছাড়া, ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপকমিশনার রওনক জাহান-কে যশোরের পুলিশ সুপার এবং ডিএমপির ডিসি আবুল ফজল মহম্মদ তারিক হোসেন খান-কে নীলফামারীর পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।

যশোরের পুলিশ সুপার মো. জিয়াউদ্দিন আহম্মেদ-কে পুলিশ সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে, পাশাপাশি সুনামগঞ্জের পুলিশ সুপার আ ফ ম আনোয়ার হোসেন খান, কক্সবাজারের পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ, এবং নীলফামারীর পুলিশ সুপার মোহাম্মদ মোর্শেদ আলম-কেও পুলিশ সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে।

আশিক

সম্পর্কিত বিষয়:

×