
ছবি: সংগৃহীত
প্রখ্যাত ইসলামী স্কলার মুফতি কাজী ইব্রাহিম বেগম রোকেয়ার সাহিত্যকর্ম থেকে অনুপ্রাণিত হয়ে রংপুরের মিঠাপুকুরে একটি গার্লস মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন।
তিনি জানিয়েছেন, বেগম রোকেয়া একসময় দুঃখ করে লিখেছিলেন যে, মক্তবে মেয়েদের তোতা পাখির মতো কোরআন শেখানো হয়, অথচ অর্থসহ শেখানো হলে তা আরও উপকারী হতো।
এই বক্তব্য শুনেই তিনি সিদ্ধান্ত নেন বেগম রোকেয়ার নামে একটি মাদ্রাসা স্থাপন করবেন, যেখানে ছাত্রীরা কোরআন অর্থসহ শিখবে।
বর্তমানে মাদ্রাসাটিতে প্রায় ৬০০ ছাত্রী পড়াশোনা করছে। মুফতি ইব্রাহিম বলেন, "আমি আশা করি, এই উদ্যোগ বেগম রোকেয়ার আত্মার মাগফিরাতের জন্য সহায়ক হবে। আমি এখন পর্যন্ত প্রায় সাত থেকে আট মিলিয়ন শিশুকে অর্থসহ কোরআন শেখানোর সুযোগ করে দিয়েছি। আলহামদুলিল্লাহ।"
তিনি আরও বলেন, "অনেকে মনে করেন, ছোট শিশুদের পক্ষে কোরআনের অর্থ বোঝা সম্ভব নয়। কিন্তু আমি আমার ছাত্রদের শিক্ষার মাধ্যমে প্রমাণ করেছি যে শিশুরা অত্যন্ত দক্ষতার সঙ্গে অর্থসহ কোরআন মুখস্থ করতে পারে। এটি কোরআনেরই একটি বিশেষত্ব যে আল্লাহ এটিকে সহজ করে দিয়েছেন বোঝার ও স্মরণের জন্য।"
মুফতি কাজী ইব্রাহিম আরও উল্লেখ করেন, "জাতিসংঘের গবেষণায়ও উঠে এসেছে যে না বুঝে মুখস্ত করার অভ্যাস শিশুর স্বাভাবিক প্রতিভার বিকাশে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। তাই আমাদের উচিত শিশুদের ছোটবেলা থেকেই অর্থসহ কোরআন শেখানো, যাতে তারা আজীবন কোরআনের সঠিক শিক্ষা গ্রহণ করতে পারে।"
ভিডিও দেখুন: https://youtu.be/5_eHEEIyEbU?si=5vzPL_prIca3pC9Q
এম.কে.