
ছবিঃ সংগৃহীত
শামসুজ্জামান দুদু সম্প্রতি এক বক্তব্যে বলেন, "নির্বাচন এবং শেখ হাসিনাকে ফাঁসির মঞ্চে দেখা—এই দুটি বিষয়কে আমি একযোগভাবে দেখছি।" তিনি আরও বলেন, "যেমন নতুন একটি রাজনৈতিক দল গঠন করেছে শিক্ষার্থীরা, যেটি ড. ইউনূসের অনুপ্রেরণায় গঠিত এবং সরকারের অণুপ্রেরণায় তাদের বক্তব্য দেওয়া হচ্ছে কিনা এটি অবশ্যই বিশ্লেষণযোগ্য।"
তিনি ভুলক্রমেও রাজনৈতিক দলরা হাসিনার বিচারের আগে বা ফাঁসির মঞ্চে তোলার আগে নির্বাচনের কথা যেন না মনে আনে এ প্রসঙ্গে বলেন, "এটা সে বলতেই পারে৷ একেকটা রাজনৈতিক দলের চিন্তাভাবনা, চেতনা ও কর্মসূচি ভিন্ন রকম হতে পারে, তবে গণতান্ত্রিক ব্যবস্থায় চলতে থাকা রাষ্ট্রে এ নিয়ে কোনো বিতর্কের সুযোগ নেই। আমি তাদেরকে ধন্যবাদ জানাই, তারা তাদের মতামত প্রকাশ করেছেন, কিন্তু এটা মনে রাখতে হবে যে, দেশ একটি সাংবিধানিক সরকারের অধীনে পরিচালিত হচ্ছে এবং এটি কখনোই অসাংবিধানিক বা অবৈধ সরকার না।"
দুদু আরও যোগ করেন, "দেশের বিচারব্যবস্থা, কোর্টও এটা প্রতিষ্ঠিত করেছে যে, বর্তমান সরকার সাংবিধানিক, এবং ছাত্র-জনতার ত্যাগের ফলে সরকার প্রতিষ্ঠিত হয়েছে।"
মারিয়া