ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৫ মার্চ ২০২৫, ২০ ফাল্গুন ১৪৩১

আন্দালিব পার্থ

রাজনীতি করতে চাইলে প্রত্যেক উপদেষ্টারই পদত্যাগ করা উচিত

প্রকাশিত: ২৩:২৮, ৪ মার্চ ২০২৫

রাজনীতি করতে চাইলে প্রত্যেক উপদেষ্টারই পদত্যাগ করা উচিত

ছবিঃ সংগৃহীত

সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে আন্দালিব পার্থ বলেছেন, উপদেষ্টারা রাজনীতিতে আসবেন কিনা, সেটি সময়ই বলে দেবে। তিনি আরও বলেন, উপদেষ্টাদের মধ্যে যদি রাজনৈতিক আকাঙ্ক্ষা তৈরি হয়, তাতে কোনও দোষের কিছু নেই। তবে, তিনি মনে করেন, এমন রাজনৈতিক আকাঙ্ক্ষা বিশেষত আসিফ এবং মাহফুজের মধ্যে থাকতে পারে, কিন্তু অন্যান্য উপদেষ্টাদের মধ্যে তিনি এর লক্ষণ দেখছেন না।

এছাড়া, তিনি উল্লেখ করেন যে, উপদেষ্টারা রাজনীতি করতে পারেন, কিন্তু যদি তারা একটি রাজনৈতিক দলের সদস্য হন এবং সেই সঙ্গে সরকারের অংশও হন, তবে সেটি একটি কনফ্লিক্ট অব ইন্টারেস্ট তৈরি করবে। এটি ভবিষ্যতে তাদের সামনে অনেক প্রশ্নের সৃষ্টি করবে বলে সতর্ক করেন আন্দালিব পার্থ।

তথ্যসূত্রঃ https://youtu.be/_UX9nzZvuHc?si=5KwOSDeLx2tIKsU_

মারিয়া

×