ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৫ মার্চ ২০২৫, ২০ ফাল্গুন ১৪৩১

রমজান আত্মশুদ্ধি ও তাকওয়া চর্চার মাসঃ জামায়াত আমির

প্রকাশিত: ২৩:১০, ৪ মার্চ ২০২৫; আপডেট: ২৩:১৫, ৪ মার্চ ২০২৫

রমজান আত্মশুদ্ধি ও তাকওয়া চর্চার মাসঃ জামায়াত আমির

ছবিঃ সংগৃহীত

মঙ্গলবার (৪ মার্চ) বিকালে রাজধানীর শ্যামলীতে বাদশাহ ফয়সল ইনস্টিটিউটে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের মেডিক্যাল থানা আয়োজিত চিকিৎসকদের সন্মানে এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের আমির বলেন, রমজান আত্মশুদ্ধির মাস, যেখানে তাকওয়া চর্চা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি উল্লেখ করেন, একজন সত্যিকারের মুত্তাকী ব্যক্তি সব অবস্থায় আল্লাহকে স্মরণে রাখে এবং তার প্রতিটি কাজ আল্লাহর সন্তুষ্টির জন্য করে।

তিনি বলেন, অনেকের ধারণা, মুত্তাকী হওয়ার জন্য শুধু লম্বা দাড়ি, জুব্বা পরা বা মসজিদে বেশি সময় কাটানোই যথেষ্ট। কিন্তু প্রকৃত মুত্তাকী সেই ব্যক্তি, যিনি জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহর বিধান মেনে চলেন এবং অন্যায় থেকে নিজেকে বিরত রাখেন।

তিনি আরও বলেন, তাকওয়া হলো সেই গুণ, যা মানুষকে সৎ ও ন্যায়পরায়ণ করে তোলে এবং তাদের প্রতিটি কাজ ও চিন্তাকে আল্লাহর সন্তুষ্টির সঙ্গে সংযুক্ত করে। যারা রমজানে সত্যিকারের তাকওয়া অর্জনের চেষ্টা করে, তারাই প্রকৃত সফলতা লাভ করে।

সূত্রঃ https://www.youtube.com/watch?v=-k4OcdfYhmo

ইমরান

×