
ছবিঃ সংগৃহীত
রাজধানীর শ্যামলীতে আয়োজিত এক ইফতার মাহফিলে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময়কালে জামায়াত আমির বলেন, ইসলামে যাকাত শুধু দান করার জন্য নয়, বরং সমাজে অর্থনৈতিক ভারসাম্য আনতে একটি গুরুত্বপূর্ণ ব্যবস্থা।
তিনি বলেন, বর্তমান সমাজে যাকাতকে শুধুমাত্র শাড়ি-লুঙ্গি বিতরণের মতো বিষয়গুলোর মধ্যে সীমাবদ্ধ রাখা হয়েছে, যা মূল উদ্দেশ্য নয়। বরং প্রকৃত অর্থে যাকাতের মাধ্যমে দরিদ্রদের আর্থিকভাবে স্বাবলম্বী করে তুলতে হবে, যাতে তারা সম্মানের সঙ্গে জীবনযাপন করতে পারে।
তিনি আরও বলেন, যারা সমাজের দুর্বল শ্রেণির পাশে দাঁড়ায় না, তারা প্রকৃতপক্ষে আল্লাহর দেওয়া নিয়ামতের কৃতজ্ঞতা প্রকাশ করছে না। মুসলিম সমাজে স্বচ্ছলদের উচিত নিজেদের প্রতিবেশী ও আশপাশের অসহায় মানুষের খোঁজ নেওয়া এবং তাদের প্রয়োজন অনুযায়ী সাহায্য করা।
ইমরান