ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৫ মার্চ ২০২৫, ২০ ফাল্গুন ১৪৩১

বর্তমানে দেশ ও জাতি একটা কঠিন সময় অতিক্রম করছে: জি এম কাদের

প্রকাশিত: ২২:২০, ৪ মার্চ ২০২৫

বর্তমানে দেশ ও জাতি একটা কঠিন সময় অতিক্রম করছে: জি এম কাদের

ছবি: সংগৃহীত

জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, বর্তমানে দেশ ও জাতি এক কঠিন সময় পার করছে, যেখানে নানা ক্ষেত্রে বিভাজন সৃষ্টি হয়েছে। তবে অতীতের সব আন্দোলন ও সংগ্রামে ঐক্যের শক্তিতেই সফলতা এসেছে। তাই রমজানের সংযম থেকে শিক্ষা নিয়ে জাতীয় স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (৪ মার্চ) সন্ধ্যায় রাজধানীতে বিভিন্ন দেশের কূটনীতিকদের সম্মানে আয়োজিত জাতীয় পার্টির ইফতার অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে জিএম কাদের বলেন, "বাংলাদেশ সবসময় ঐক্যের মাধ্যমে শক্তি অর্জন করেছে। জাতির সব বড় অর্জনের পেছনে ঐক্যের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। কিন্তু বর্তমানে উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি, অহেতুক দ্বন্দ্ব ও বিভাজন আমাদের ঐক্য বিনষ্ট করছে।"

জাতীয় পার্টির এ ইফতার অনুষ্ঠানে ভারত, যুক্তরাজ্য ও চীনের রাষ্ট্রদূতসহ বিভিন্ন দেশের কূটনীতিকরা উপস্থিত ছিলেন। এছাড়া রাজনীতিবিদদের মধ্যে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী, বিকল্পধারার মহাসচিব আব্দুল মান্নান ও বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুন্নবী খান সোহেল অংশ নেন।

জি এম কাদের বলেন, দেশের চলমান সংকট মোকাবিলা ও জাতীয় অগ্রগতির জন্য ঐক্যের বিকল্প নেই। তাই সবাইকে বিভেদ ভুলে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।

ভিডিও দেখুন: https://youtu.be/bAU-AUR4Tbo?si=FPN_CSsdil43rVq3

এম.কে.

×