ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৫ মার্চ ২০২৫, ২০ ফাল্গুন ১৪৩১

এই রমজানে সিন্ডিকেটের ষড়যন্ত্র সফল হয়নি

প্রকাশিত: ২২:১৩, ৪ মার্চ ২০২৫

এই রমজানে সিন্ডিকেটের ষড়যন্ত্র সফল হয়নি

ছবিঃ সংগৃহীত

রমজান শুরুর আগে থেকেই সরকারের সক্রিয় পদক্ষেপের কারণে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার সহনীয় পর্যায়ে রয়েছে। যদিও বাজার অস্থিতিশীল করতে সিন্ডিকেট চক্র সক্রিয় ছিল, তবে তারা সফল হয়নি বলে দাবি করেছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা। সারাদেশে নকল ও ভেজাল প্রতিরোধের পাশাপাশি নিত্যপ্রয়োজনীয় পণ্য—আলু, পেঁয়াজ, চাল, ডাল, চিনি ও ভোজ্যতেলের সরবরাহ স্বাভাবিক রাখতে বাজার তদারকি কার্যক্রম পরিচালনা করছে অধিদপ্তর।

আজ মঙ্গলবার (৪ মার্চ) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঢাকা মহানগর এলাকায় ১৩ জন কর্মকর্তার নেতৃত্বে ১৩টি টিম বাজার তদারকি করেছে। কারওয়ান বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণের সহকারী পরিচালক আব্দুল জব্বার মন্ডলের নেতৃত্বে পরিচালিত এক অভিযানে দেখা গেছে, ভোজ্যতেল এখন পর্যাপ্ত পরিমাণে বাজারে রয়েছে। সাম্প্রতিক সংকট কাটিয়ে এখন প্রতিটি দোকানে এক, দুই ও পাঁচ লিটারের বোতল সহজলভ্য হয়েছে। তবে ব্যবসায়ীদের দাবি, ক্রেতাদের সংখ্যা কিছুটা কমেছে।

তরমুজের বাজার পর্যালোচনায় দেখা গেছে, ২৫০ টাকা থেকে ৪০০ টাকা পর্যন্ত বিভিন্ন আকারের তরমুজ পাওয়া যাচ্ছে, যা ৮ থেকে ১০ কেজি ওজনেরও হতে পারে। সার্বিকভাবে বাজার পরিস্থিতি স্বস্তিদায়ক বলে মনে করছেন কর্মকর্তারা।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা দাবি করেছেন, এবারের রমজানে সিন্ডিকেটের ষড়যন্ত্র সফল হয়নি। সরকারের উচ্চ পর্যায় থেকে শুরু করে সংশ্লিষ্ট সব মহলের সমন্বিত উদ্যোগের কারণেই বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয়েছে।

ব্যবসায়ীরা মনে করেন, বিশেষ করে সয়াবিন তেলের সংকট এড়াতে সরকার যদি আরও আগে পদক্ষেপ নিত, তাহলে পরিস্থিতি আরও ভালো হতে পারত। তাদের মতে, সরকার তেলের বাজার নিয়ন্ত্রণে আরও আগে পদক্ষেপ নিলে বর্তমান সংকট দেখা দিত না।

সরকারের কঠোর অবস্থানের কারণে বাজারে বর্তমানে তেলসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের সংকট নেই। তবে ব্যবসায়ীদের দাবি, সরকারের উচিত ছিল মিল মালিকদের সাথে আরও আগেই আলোচনায় বসা।

রমজান মাসজুড়ে প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বাজার তদারকির এই অভিযান অব্যাহত রাখবে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সূত্রঃ https://youtu.be/z1FWGHahbp0?si=LlFidCPAuozztWZ6

ইমরান

×