
ছবি সংগৃহীত
যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার হওয়া বাংলাদেশিসহ ১০ জন অবৈধ অভিবাসীকে কিউবার গুয়ানতানামো বে কারাগারে পাঠানোর পরিকল্পনা করেছে ট্রাম্প প্রশাসন। তবে এই সিদ্ধান্তের বিরুদ্ধে ওয়াশিংটন ডিসির ফেডারেল আদালতে মামলা করেছে দেশটির নাগরিক অধিকার সংগঠন আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়ন (এসিএলইউ)।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, এসিএলইউ দাবি করেছে যে, অভিবাসীদের গুয়ানতানামোতে পাঠানোর এই পদক্ষেপ মার্কিন অভিবাসন আইনের লঙ্ঘন এবং মূলত ভয় সৃষ্টি করার কৌশল। সংগঠনটি আরও জানায়, আটক ১০ জনের মধ্যে বাংলাদেশ, ভেনেজুয়েলা, পাকিস্তান ও আফগানিস্তানের নাগরিক রয়েছেন। তারা কোনো গ্যাং সদস্য বা বড় অপরাধী নন, বরং টেক্সাস, অ্যারিজোনা ও ভার্জিনিয়ায় অভিবাসন-সংক্রান্ত কারণে আটক হয়েছিলেন।
তবে, যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের মুখপাত্র ট্রিসিয়া ম্যাকলাফলিন এসিএলইউর আইনি চ্যালেঞ্জকে ‘ভিত্তিহীন’ বলে অভিহিত করেছেন। তিনি জানিয়েছেন, ট্রাম্প প্রশাসন এই বিষয়ে বিচার বিভাগের সঙ্গে সমন্বয় করে কাজ করবে।
আশিক