
বন্দর থেকে কোন আমদানিকারক নির্ধারিত সময়ের মধ্যে পণ্য খালাস না করলে তাকে তিন গুণ জরিমানা দিতে হবে বলে জানিয়েছেন নৌ পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এম শাখাওয়াত হোসেন।মঙ্গলবার এক অনুষ্ঠানে তিনি বলেন, রমজানে ভোজ্যতেলের কিছুটা সমস্যা থাকলেও শাকসবজির দাম স্থিতিশীল রয়েছে। দেশে পর্যাপ্ত পরিমাণ নিত্যপ্রয়োজনীয় পণ্য আমদানি করা হয়েছে বলেও তিনি জানান।
রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের চাহিদা বাড়লেও বাজারে কিছু পণ্যের দাম স্বাভাবিক রয়েছে। পেঁয়াজ ও আলুর মতো পণ্যে স্বস্তি ফিরলেও সয়াবিন তেলের সংকট অব্যাহত রয়েছে। বাজারে এক লিটার সয়াবিন তেলের বোতলের অভাব দেখা দিয়েছে, যা ভোক্তাদের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।
ক্রেতারা অভিযোগ করে বলেন, “শসা, ক্ষীরাই রমজানের আগেও ছিল ২০-৩০ টাকা কেজি, আর এখন দুই দিনের ব্যবধানে তা বেড়ে হয়েছে ৬০-৯০ টাকা”।
মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নৌ পরিবহন উপদেষ্টা এম শাখাওয়াত হোসেন জানান, দেশে পর্যাপ্ত পরিমাণে নিত্যপণ্য আমদানি হয়েছে। তবে বাজারে ভোজ্যতেলের সংকটের কথা স্বীকার করেন তিনি।
তিনি বলেন, “শাকসবজির দাম স্থিতিশীল রয়েছে। সাপ্লাইতে কোনো ঘাটতি নেই”।একইসঙ্গে তিনি পণ্য আটকে রেখে কৃত্রিম সংকট তৈরিতে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেন।নৌ উপদেষ্টা হুঁশিয়ারি দিয়ে বলেন, “নির্ধারিত সময়ের মধ্যে বন্দর থেকে পণ্য খালাস না করলে তিন গুণ জরিমানা গুনতে হবে”। তিনি আরও জানান, প্রতিদিনের ভিত্তিতে ৪৮ ডলার করে জরিমানা আরোপ করা হবে।
সূত্র:https://tinyurl.com/436dhyyy
আফরোজা