
ছবি: সংগৃহীত
থানায় ঢুকে ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) 'ছাত্রলীগের সাবেক নেতা' উল্লেখ করে হেনস্তা করার চেষ্টা করেছেন স্থানীয় বিএনপি অফিসের পিয়ন পরিচয় দেওয়া এক ব্যক্তি। আজ মঙ্গলবার (৪ মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে আশুলিয়া থানায় ওসি মনিরুল হক ডাবলুর অফিস কক্ষে এই ঘটনা ঘটে।
এ ঘটনায় থানায় ওসির কক্ষে বাকবিতণ্ডা শুরু হলে উপস্থিত গণমাধ্যমকর্মীরা বিএনপি অফিসের পিওন পরিচয় দেয়া ব্যক্তির কাছে তার বিস্তারিত পরিচয় জানতে চায়। তখন ওই ব্যক্তি জানান, ওসি ছাত্রলীগ করতো কিনা তা তদন্ত করতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাকে সেখানে পাঠিয়েছেন।
গণমাধ্যমকর্মীরা তাকে বিভিন্ন প্রশ্ন করতে থাকলে এবং অবস্থা বেগতিক দেখে বিএনপি অফিসের পিওন পরিচয় দেওয়া ব্যক্তি দ্রুত থানা থেকে বের হয়ে পালিয়ে যান।
এই বিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল হক ডাবলু বলেন, "আমি সাংবাদিকদের সাথে কথা বলছি। এমন সময় একজন ব্যক্তি এসে বিএনপি অফিস থেকে তাকে তদন্ত করতে পাঠিয়েছে বলে আমাকে বিব্রত করার চেষ্টা করেন। পরে গণমাধ্যমকর্মীদের উপস্থিতি দেখে পালিয়ে যান।"
বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে ফোন করে ওই ব্যক্তি বিএনপি অফিসের কেউ না বলে জানান। এছাড়া তিনি ওই ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করারও অনুরোধ জানান।
সূত্র: https://tinyurl.com/bdh35h8f
রাকিব