
ছবি: সংগৃহীত
রাজধানীর একটি হাসপাতাল গড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, এমন অভিযোগ করেছেন 'তৃতীয় মাত্রা' টকশো অনুষ্ঠানের সঞ্চালক ও সাংবাদিক জিল্লুর রহমান। তার এই অভিযোগের প্রেক্ষিতে নিজের অবস্থান জানিয়েছেন মুখ্য সংগঠক হাসনাত।
জিল্লুর রহমানের অভিযোগ নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হলে সামাজিক যোগাযোগমাধ্যমে দীর্ঘ এক স্ট্যাটাস দিয়ে হাসনাত আব্দুল্লাহ সাংবাদিক জিল্লুর রহমানের অভিযোগকে পুরোপুরি অসত্য ও জঘন্য মিথ্যাচার বলে উল্লেখ করেছেন।
ফেসবুকে হাসনাত আব্দুল্লাহ লেখেন, হাসপাতালে ঘটনার সূত্রপাত হয় ২ মার্চ সকালে, যখন ঢাকাস্থ বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একটি বাচ্চা মারা যায়। মৃত্যুর আগে বাচ্চাটির চিকিৎসা বাবদ দুই লক্ষ বিশ হাজার টাকা বিল এসেছে বলে জানায় হাসপাতাল কর্তৃপক্ষ। সেখান থেকে এক লক্ষ টাকা পরিশোধ করে নিহতের পরিবার। বাকি ১ লক্ষ ২০ হাজার টাকা বকেয়া রাখায় মৃত বাচ্চাটির লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করতে অস্বীকৃতি জানায় হাসপাতাল কর্তৃপক্ষ।
নাগরিক পার্টির এই মুখ্য সংগঠক আরও লেখেন, পরবর্তী সময়ে শিশুটির পরিবার ফোনে তার সাথে যোগাযোগ করলে তিনি হাসপাতাল কর্তৃপক্ষের সাথে কথা বলার চেষ্টা করেন। হাসপাতাল কর্তৃপক্ষকে বলতে চেষ্টা করেন যে টাকা কমানো বা মওকুফ করার এখতিয়ার সম্পূর্ণ হাসপাতালের, তবে তিনি শুধু অনুরোধ করতে পারেন।
হাসনাত আব্দুল্লাহ দাবি করেন, এই বিষয়টিকেই উদ্দেশ্যপ্রণোদিতভাবে তার কথা না শুনলে লোক পাঠিয়ে হাসপাতাল ভাঙচুর করা হবে বলে উপস্থাপন করা হয়েছে। ফেসবুক স্ট্যাটাসে তার বিরুদ্ধে এই অভিযোগকে তিনি 'স্পষ্টত অন্যায় এবং চরম মিথ্যাচার' বলে উল্লেখ করেছেন।
সূত্র: https://tinyurl.com/mpy52acr
রাকিব