ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৪ মার্চ ২০২৫, ২০ ফাল্গুন ১৪৩১

নিজের তৈরি প্লেনে উড়লেন মানিকগঞ্জের জুলহাস

প্রকাশিত: ২০:১৪, ৪ মার্চ ২০২৫

নিজের তৈরি প্লেনে উড়লেন মানিকগঞ্জের জুলহাস

ছবিঃ সংগৃহীত

মানিকগঞ্জের তরুণ জুলহাস মোল্লা নিজে তৈরি করা উড়োজাহাজে আকাশে উড়ে নজির স্থাপন করেছেন। ২৮ বছর বয়সী এই তরুণ শিবালয় উপজেলার  ইলেকট্রিশিয়ান হিসেবে কাজ করেন।

তিনি তিন বছর গবেষণা ও এক বছর সময় ব্যয় করে এই উড়োজাহাজ তৈরি করেন, যার খরচ হয়েছে প্রায় ৮ লাখ টাকা। 

আজ দুপুরে শিবালয়ের জাফরগঞ্জ এলাকার যমুনা নদীর চরে উড়োজাহাজটি পরীক্ষামূলকভাবে উড্ডয়ন করা হয়। সেখানে জেলা প্রশাসকসহ উর্ধ্বতন কর্মকর্তারা এবং স্থানীয় হাজারো মানুষ উপস্থিত ছিলেন।

জুলহাস বলেন, এই উড়োজাহাজটি পরীক্ষামূলকভাবে তৈরি করা হলেও, সরকারি সহযোগিতা পেলে এটি বাণিজ্যিকভাবে উৎপাদন সম্ভব হতে পারে।

তথ্যসূত্রঃ https://youtu.be/AAZWHEz3V4g?si=tbsPCapsiAUIZNT1

মারিয়া

×