
ছবি: সংগৃহীত
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা অর্থপাচারের মামলার চূড়ান্ত শুনানি শেষ হয়েছে। এ বিষয়ে আগামী ৬ মার্চ চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে দেশের সর্বোচ্চ আদালত।
২০০২ সালের একটি বিতর্কিত আইনে দায়ের করা এই মামলার মূল রায় ঘোষণা করেছিলেন বিচারক মোতাহার হোসেন। মামলার সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা করে তিনি তারেক রহমানকে খালাস দেন। তবে এই রায়ের পর তার বিচারিক জীবনে নেমে আসে ঘোর সংকট। এক পর্যায়ে দেশ ছাড়তে বাধ্য হন তিনি। পরবর্তীতে হাইকোর্ট তার রায় বাতিল করে তারেক রহমানকে সাত বছরের কারাদণ্ড দেন, যা বহাল থাকে।
অপরদিকে, মামলার আরেক আসামি বিশিষ্ট ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুন লন্ডনে অবস্থান করায় এ রায়ের বিরুদ্ধে আপিল করার সুযোগ পাননি তারেক রহমান। তবে মামুন আইনি লড়াই চালিয়ে যান, যার চূড়ান্ত শুনানি গত মঙ্গলবার শেষ হয়েছে।
বিএনপির পক্ষ থেকে দাবি করা হয়েছে, এই মামলা করা হয়েছিল শুধুমাত্র তারেক রহমান ও বেগম খালেদা জিয়ার পরিবারকে হেয় প্রতিপন্ন করার জন্য এবং দলকে রাজনৈতিকভাবে দুর্বল করতে।
এদিকে, বিএনপি নেতা আমানুল্লাহ আমান ও তার স্ত্রীকে দুর্নীতির আরেক মামলায় সাজা দেওয়া হয়েছে। এ মামলায় আমান ছয় মাস কারাভোগও করেছেন। তার ১৩ বছরের সাজা থেকে খালাস চেয়ে করা আপিলের রায় ঘোষণা হবে আগামী ৩০ এপ্রিল। তার আইনজীবীরা ন্যায়বিচারের প্রত্যাশা করছেন।
ভিডিও দেখুন: https://youtu.be/Tui-nMwQY6U?si=miAvBDlUnRtriNI_
এম.কে.